১০৯৮ উদবৃত্ত খাবার সংগ্রহের হেল্পলাইন নম্বর নয়, ফের মাথাচাড়া পুরনো গুজব
আসলে ১০৯৮ হল অসহায় পথশিশুদের জন্য একটি হেল্পলাইন নম্বর, যা চাইল্ডলাইন ইন্ডিয়া ফাউন্ডেশন তৈরি করেছে।
Claim
“ভারতের জন্য সুসমাচার! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন—যদি আপনাদের কারও বাড়িতে কোনও পার্টি বা অনুষ্ঠান থাকে, যেখানে ভোজসভার আয়োজন করা হয়েছে, এবং যদি আপনারা দেখেন যে, অনেক খাবারই শেষ পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে আপনি যেখানেই থাকুন না কেন, ১০৯৮ হেল্পলাইন নম্বরে ফোন করতে ভুলবেন না। এটা শিশুদের একটা হেল্পলাইন নম্বর—শিশুরা এসে ওই অতিরিক্ত খাদ্যসামগ্রী সংগ্রহ করে নিয়ে যাবে। এই বার্তাটা চারিদিকে ছড়িয়ে দিন, যা অনেক ক্ষুধার্ত শিশুকে খাবার পেতে সাহায্য করবে। হাজার হোক, “কারও মঙ্গলের জন্য প্রার্থনা করার চেয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বেশি মঙ্গলজনক!” দয়া করে বার্তাটি কপি এবং পেস্ট করে দিন... মাত্র কয়েক সেকেন্ডের তো ব্যাপার!”
FactCheck
১০৯৮ আসলে চাইল্ডলাইন ইন্ডিয়া ফাউন্ডেশন সংস্থার পথশিশুদের জন্য তৈরি করা একটি জরুরি হেল্পলাইন নম্বর। ২০১৭ সালেই এই একই বার্তা ভাইরাল হয়েছিল। এত ব্যাপকভাবে তা ভাইরাল হয় যে, চাইল্ডলাইন ইন্ডিয়া ফাউন্ডেশন বাধ্য হয় তাদের হোমপেজে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করতে যে, বার্তাটি ভুয়ো। ২০১৭ সালের এপ্রিলে বুম এই বার্তাটির তথ্য যাচাই করে সেটির পর্দাফাঁস করেছিল।