বিহারে এক মহিলাকে নগ্ন করে ঘোরানোর ২০১৮ সালের একটি ভিডিও আবার সোশাল মিডিয়ায় ফিরে এসেছে
ঘটনাটি বিহারের ভোজপুরের। যেখানে এক যুবককে খুন করার অভিযোগে এক মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়।
Claim
এক মহিলাকে উলঙ্গ করে ঘোরানোর পুঙ্খানুপুঙ্খ দৃশ্যোর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ফিরে এসেছে। টুইটারে শেয়ার হওয়া ভিডিওটির হিন্দি ক্যাপশনে লেখা—“এই ভিডিও ভারতের বিচারব্যবস্থা, গণতন্ত্র, সংবিধান, সরকারের বিশ্বাসযোগ্যতা এবং মহিলাদের নিরাপত্তার আশ্বাসের গালে একটি সপাট থাপ্পড়। এটি কোথা থেকে সংগৃহীত হয়েছে, জানা নেই। তবে এটা নিঃসন্দেহে সাংবিধানিক অধিকার লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ”
Fact
ভিডিওটি বিহারের ভোজপুর জেলার। ঘটনার সূত্রপাত বিমলেশ সাউ নামে এক ১৯ বছরের কিশোরের মৃত্যুকে ঘিরে, যার মৃতদেহ ভোজপুরের বিহিয়া নগরের রেল লাইনের উপর পড়ে ছিল। বিমলেশের গ্রাম দামোদরপুরের লোকেরা ঘটনায় ক্ষিপ্ত হয়ে রেললাইনের আশপাশের দোকানপাট ভাঙচুর করে ও আগুন লাগিয়ে দেয়। তাদের অভিযোগ—বিমলেশকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করে তারপর রেল লাইনে ফেলে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, রেল লাইনের ধারের কয়েকটি বাড়িতে নিয়মিত পতিতাবৃত্তি চলে এবং বিমলেশ সেই খবর পুলিশের কাছে পৌঁছে দেওয়াতেই স্থানীয়রা তাকে খুন করে তার দেহ লাইনে ফেলে দেয়। দামোদরপুরের বিক্ষুব্ধ জনতা তার পরেই আশপাশের দোকানপাটে অগ্নিসংযোগ করে, ভাঙচুর চালায় এবং ওই সব বাড়ির একটি থেকে এক মহিলাকে টানতে-টানতে বাইরে নিয়ে এসে তাকে প্রথমে মারধর করে এবং তারপর বিবস্ত্র করে প্রকাশ্যে ঘোরায়।