BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • উত্তরবঙ্গের দু’জায়গায় বিমানবন্দর...
ফ্যাক্ট চেক

উত্তরবঙ্গের দু’জায়গায় বিমানবন্দর হবে, ছড়াল গুজব কৌতুক

রাজ্যের আলিপুরদুয়ার ও দিনহাটাতে বিমানবন্দর হবে, সোশাল মিডিয়ায় এই মর্মে গুজব ছড়িয়ে পরে স্বীকার করা হয়েছে নিছক মজা করেই তৈরি করা হয়েছে এই ভুয়ো খবর।

By - Sk Badiruddin |
Published -  20 Oct 2019 10:33 AM IST
  • রাজ্যের আলিপুরদুয়ার ও দিনহাটাতে বিমানবন্দর হবে, সোশাল মিডিয়ায় এই মর্মে গুজব ছড়িয়ে পরে স্বীকার করা হয়েছে নিছক মজা করেই তৈরি করা হয়েছে এই ভুয়ো খবর।

    এরকম ভুয়ো খবরের প্রথম ফেসবুক পোস্টটিতে একটি বিমানবন্দরের ছবি দেওয়া হয়েছে সেখানে ইংরেজিতে লেখা রয়েছে ‘আলিপুরদুয়ার বিমানবন্দর’

    পোস্টটিতে লেখা হয়েছে, ‘‘*#আলিপুরদুয়ার ও তার পাশাপাশি এলাকাবাসীদের জন্য সুখবর*: আলিপুরদুয়ার ও পাশাপাশি বাসিন্দাদের আগে বিদেশে যাবার জন্য বাগডোগরা বা দমদম যেতে হতো, কিন্তু এখন আর যেতে হবে না, কারণ আলিপুরদুয়ারে খুব তাড়াতাড়ি তৈরি হতে চলেছে এয়ারপোর্ট যা বিদেশে যাত্রা কে করবে খুব সহজ, কাল দিল্লিতে এক মিটিং এ উদ্যোগ নেওয়া হয় যে বাইপাস এ এয়ারপোর্ট বানানো হবে, তার জন্য সরকার ২০০০ কোটি টাকা দেওয়ার জন্য ঘোষণা করেছে, কাজ খুব তাড়াতাড়ি শুরু হবার সম্ভবনা আছে, এয়ারপোর্ট শুরু হবার জন্য মূল্য দিয়ে যে ৩০০ বিঘা জমি অধিগ্রহন করা হবে তা হলো মহাকাল চৈপতির হাই রোডের পাশের এক বিস্তীর্ণ জায়গা যা মূলত কৃষি জমি, যদিও সরকার থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। যাতায়াতের জন্য এয়ারপোর্ট থেকে প্রতিদিন ২০ টি করে প্লেন থাকবে, যা ৫ টি দিল্লী, ৫ টি মুম্বাই, ২ টি বেঙ্গালোর, ২টি কলকাতা ও ৬ টি বিদেশ যাওয়ার জন্য দরকারি হিসাবে ওঠানামা করবে, এটা বড়ো সুখবর যে একবছর এর মধ্যে কাজ শুরু হবে, একমাস ট্রায়াল দেবার পর প্লেন চলাচল শুরু হবে, তাহলে আর দেরি কেন, বিদেশ এখন হাতের মুঠোয়।’’

    ওই পোস্টের নীচেই আবার লেখা হয়েছে, ‘‘পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। কোচবিহার এর এয়ারপোর্টই ঠিকঠাক চলছেনা, আবার আলিপুরদুয়ারে এয়ারপোর্ট। আপনি ভাবলেন কি করে যে আলিপুরদুয়ারে এয়ারপোর্ট হচ্ছে ... #সংগ্রহীত’’

    পরে সতর্কতার সঙ্গে ওই পোস্টেই লেখা হয়েছে (বঙ্গানুবাদ), ১. এটি বিনোদনের ও মজার জন্য। ২. এটাকে গভীরভাবে নোবেননা। ৩. এটি রাজনীতির সঙ্গে সম্পর্কিত নয়। ৪। কারও সঙ্গে কিছু ঘটলে আমি দায়ী হবোনা। ’’

    মূল ইংরেজিতে সতর্কাতা ‘‘1)It's just for entertainment & for Fun. 2) Don't Take It Seriously. 3)It's not related to politics. 4) If something will Happen with someone then I will not be responsible.’’

    এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওই ফেসবুক পোস্টটি ১৯৫ জন শেয়ার করেছেন ও লাইক করেছেন ২১৮ জন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    প্রথম ফেসবুক পোস্টটি।

    আরেকটি এই ধরনের ভুয়ো কৌতুক পোস্টে ফটোশপ করে একই বিমানবন্দরের ছবি ব্যবহার করে নাম বদলানো হয়েছে ‘দিনহাটা বিমানবন্দর’

    ওই ফেসবুক পোস্টে আলিপুরদুয়ারের বয়ান বদলে করা হয়েছে দিনহাটা। পোস্টের শেষে কৌতুক ও সংগ্রীহিত লেখা হয়েছে।

    এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দ্বিতীয় ফেসবুক পোস্টটি শেয়ার করেছেন ১৮৮ জন ও লাইক করেছেন ও ৩৭১ জন। ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    দ্বিতীয় ফেসবুক পোস্টটি।

    বুম খুঁজে পেয়েছে ভাইরাল হওয়া পোস্টের ছবিদুটির মূল ছবিটি বাগডোগরা বিমানবন্দরের। ছবিটি ভ্রমণ সংস্থার বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাবে। টাইমসট্রাভেলের ওয়েবাসাইটে এখানে দেখা যাবে ছবিটি।

    টাইমস ট্রাভেলের ওয়েবসাইটে থাকা বাগডোগরা বিমানবন্দরের মূল ছবিটি।

    Tags

    AIRPORTAlipurduarBAGDOGRADinhatafake newsFAKE SATIREFeaturedPHOTOSHOPPED IMAGEআলিপুরদুয়ারদিনহাটাফটোশপবিমানবন্দরভুয়ো খবরভুয়ো ছবি
    Read Full Article
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!