এয়ার ইন্ডিয়া প্রবীণ নাগরিকদের ছাড় দিচ্ছে, এই মর্মে ভাইরাল হওয়া বার্তাটির কতটা সত্য, আর কতটা নয়
ষাটোর্ধ্ব নাগরিকদের ঘরোয়া ফ্লাইটে বিমান ভাড়ায় এয়ার ইন্ডিয়া সেই ২০১৭ সাল থেকেই ছাড় দিচ্ছে, এতে নতুনত্ব কিছু নেই
এয়ার ইন্ডিয়া কি অভ্যন্তরীণ উড়ানে প্রবীণ নাগরিকদের বিমান-ভাড়ায় ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে? হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে অন্তত তেমনটাই বলা হয়েছে এবং ওই বিমান-সংস্থার এক মুখপাত্রও বুমকে তেমনটাই জানিয়েছেন । যাটোর্ধ্ব নাগরিকদের ক্ষেত্রে মুল ভাড়ার উপর এই ছাড় ঘোষণা করা হয়েছে ।
ভাইরাল হওয়া একটি হোয়াট্স্যাপ বার্তার সত্যতা যাচাই করতে বুম বিমান-সংস্থার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল ।
২০১১ সাল পর্যন্ত এই ছাড় পাওয়ার যোগ্যতামান ছিল ৬৩ বছর, নরেন্দ্র মোদীর সরকার ২০১৭ সালেই তা নামিয়ে ৬০ বছরে নিয়ে আসে । ২০১১ সালের আগেও অবশ্য ৬৩ সালের বেশি বয়সের মহিলা যাত্রীরা এবং ৬৫ বছরের বেশি বয়সের পুরুষ যাত্রীরা এই ছাড়ের সুবিধা পেতেন
তথ্য যাচাই
বিমান-ভাড়ার মূল উপাদানগুলি কী?
প্রবীণ নাগরিকরা বিমান-ভাড়ার যে অংশটির উপর ছাড় পান, সেই মূল ভাড়া কেবল এয়ার ইন্ডিয়া নয়, অন্য সব বিমান-সংস্থাতেই রয়েছে । ভাড়ার অন্যান্য অংশ হল সার্ভিস চার্জ, বিমানবন্দরের চার্জ, বিভিন্ন কর ইত্যাদি ।
ভারতে অসামরিক বিমান পরিবহণের কেন্দ্রীয় নিয়ামক হল ডিজিসিএ, যারা ভারতে বিমান-ভাড়ার নিম্নলিখিত উপাদানগুলি নির্ধারণ করেছেঃ
- মূল ভাড়া
- বিমানের জ্বালানির মাশুল
- বিমানবন্দরের অভিন্ন ব্যবহারের মাশুল
- অন্য যে-কোনও প্রযোজ্য মাশুল
- যাত্রী সার্ভিস-চার্জ
- বিমানবন্দর ব্যবহার ও উন্নয়নের মাশুল
- অন্যান্য কর
বিভিন্ন ভাগে মাশুলকে এ ভাবে ভাগ করা একটি নির্দেশিকার অন্তর্গত, যা এখানে দেখা যেতে পারে ।
টিকিট কেনার সময় বিমানসংস্থাগুলিও এই ভাগগুলি দেখিয়ে দেয়, যাতে মূল ভাড়া আলাদা করে উল্লেখ করা হয়ঃ
এয়ার ইন্ডিয়া ঠিক কী ধরনের ছাড় দিচ্ছে
প্রবীণ নাগরিকদের জন্য এয়ার ইন্ডিয়া বর্তমানে যে ছাড়গুলি দিচ্ছে, তার মানদণ্ড হলঃ
১) যাত্রীকে ভারতীয় নাগরিক হতে হবে
২) তাঁর বয়স অন্তত ৬০ বছর হতে হবে
৩) কেবল অভ্যন্তরীণ উড়ানের ক্ষেত্রেই এই ছাড় মিলবে
এই নিয়মগুলি দেখতে এখানে ক্লিক করুন ।
এয়ার ইন্ডিয়ার সংশ্লিষ্ট নির্দেশিকা সম্পর্কে সংস্থার মুখপাত্র শ্রী ধনঞ্জয় বলেনঃ
“হোয়াট্স্যাপের যে বার্তাটি ভাইরাল হয়েছে, সেটি অংশত সত্য । তবে প্রবীণ নাগরিকের প্রাপ্য সুযোগসুবিধা পেতে হলে বেশ কয়েকটি মানদণ্ড পার হতে হবে । তা ছাড়া, যাত্রার অন্তত ৭ দিন আগে টিকিট কিনতে হবে এবং যাত্রীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।”
এটাই কি এয়ার ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকদের ছাড় দেওয়ার প্রথম দৃষ্টান্ত?
না । যদিও বর্তমানে চালু ষাটোর্ধ্ব নাগরিকদের বিমানভাড়ায় ছাড়ের বন্দোবস্তটি ২০১৭ সালেই প্রবর্তিত হয়, তার আগে থাকতেই ৬৩ বছরের বেশি বয়স্কদের জন্য এমন ছাড়ের ব্যবস্থা ছিলই ।
দ্য ইকনমিক টাইমস সংবাদপত্র জানাচ্ছে, ২০১১ সালের ২২ জানুয়ারি থেকেই ৬৩ বছরের বেশি বয়সের প্রবীণ-প্রবীণাদের জন্য শর্তসাপেক্ষে এই ছাড়ের বন্দোবস্ত চালু হয়ে যায় । এয়ার ইন্ডিয়ার কনশেসন ম্যানুয়ালে এই নির্দেশিকাটি দশম বিষয় হিসাবে নথিভুক্ত রয়েছে ।
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কেবল ৬৩ বছরের বেশি বয়সের মহিলা যাত্রীরা এই ছাড়ের সুবিধা নিতে পারতেন । পুরুষ যাত্রীদের ক্ষেত্রে এই বয়ঃসীমা ছিল ৬৫ বৎসর ।