ভাইরাল সতর্কতা: ব্যাঙ্ক জালিয়াতদের এই ভুয়ো বার্তাগুলি থেকে সাবধান হোন
আয়কর ফেরত এবং গ্রাহকের স্থগিত অ্যাকাউন্ট পুনরায় চালু করতে অনলাইনে তথ্য দিন এই বার্তা দুটি ভুয়ো। কলকাতা পুলিশ এই ব্যাপারে সতর্ক করেছে।

সোশাল মিডিয়ায় ব্যাঙ্কের তরফে বার্তা বলে দুটি ভুয়ো মেসেজের স্ক্রীনশট ভাইরাল হয়েছে। কলকাতা পুলিশ বার্তাদুটি সোশাল মিডিয়ায় পোস্ট করে ইতিমধ্যেই রাজ্যবাসীকে সতর্ক করেছেন যে এগুলি ব্যাঙ্ক জালিয়াতির সঙ্গে যুক্ত।
সোশাল মিডিয়ায় ছড়ানো একটি বার্তার স্ক্রিনশটটিতে লেখা রয়েছে, ‘প্রিয় গ্রাহক, আপনার আয়করের ২০,৪৯০ টাকা ফেরত অনুমোদন করা হয়েছে, মূল্যটি শীঘ্রই জমা করা হবে। দয়া করে আপানার অ্যাকাউন্ট ৫xxxxxxxxxx৭৫৫ নম্বরটি যাচাই করুন, দয়া করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানান নীচের লিঙ্কটিতে ক্লিক করে। https://bit.Ly/20....k6’’ (বঙ্গানুবাদ)

প্রথম বার্তাটির স্ক্রিনশট
আরেকটি বার্তায় লেখা হয়েছে, ‘‘প্রিয় এসবিআই গ্রাহক আপনার এসবিআই সেভিংস অ্যাকাউন্ট ০৩/১০/২০১৯ তারিখে স্থগিত করে দেওয়া হয়েছে, ভুল সই যাচাইয়ের কারনে। আপনার অ্যাকাউন্ট পুরনায় চালু করার জন্য এসবিআই অনলাইন দেখুন। দ্রুত ক্লিক করুন নীচের লিঙ্ক এবং যাচাইকরার পদ্ধতি শুরু করুন। https://docs.google.com/forms.........../viewform’’ (বঙ্গানুবাদ)

দ্বিতীয় বার্তাটির স্ক্রিনশট
উপরের বর্ণনা করা দুটি বার্তায় ভুয়ো। অসাধু ব্যাঙ্ক জালিয়াতরা গ্রাহকের তথ্য হাতাতে এই ধরনের ফাঁদ পাতে।
ব্যাঙ্কের তরফে এই ধরনের কোনও তথ্য ফোন করে বা বার্তা পাঠিয়ে তার পর সেটি অনলাইনে প্ররণ করতে বলা হয়না বা জানতে চাওয়া হয়না। ব্যঙ্ক তার গ্রাহকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখাতেই সেই গ্রাহকে তলব করে।
অ্যাকাউন্ট মালিক সম্পর্কে বন্ধ হয়ে যাওয়া অ্যকাউন্ট চালু করার প্রক্রিয়াকে বলা হয় “কেওয়াই সি” বা “নো ইয়োর কাস্টমার”। সেক্ষেত্রে গ্রাহকের পরিচয় সংক্রান্ত তথ্য ও নথি ফর্ম পূরণ করতে হয় সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখাতেই।
কালকাতা পুলিশ ১৬ অক্টোবর টুইট করে জানিয়েছে, “ভুয়ো সতর্কতা! এই দুধরনের বার্তাগুলি জালিয়াতরা ব্যবহার করছে মানুষজনকে লক্ষ করে। এই ধরনের সাজানো বার্তায় প্রতিক্রিয়া দেবেননা। দয়া করে এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে রিপোর্ট করুন আমাদের ব্যাঙ্ক জালিয়াতি বিরোধী ২৪x৭ হেল্পলাইন ৮৫৮৫০৬৩১০৪ নম্বরে।”