


Claim
কর্নাটকের কংগ্রেস মন্ত্রীর বাড়ি তল্লাশি হয়েছে দিল্লিতে। সেখানে টাকা পুড়িয়ে ফেলারও চেষ্টা হয়। আপনাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করা হচ্ছে। দেখুন জমিয়ে রাখা টাকার বহর। শেয়ার করুন, যাতে কংগ্রেসের দুর্নীতির রূপটা চোখে পড়ে সকলের।
Fact
বুম দেখে ভিডিওটি একটি আর্ট ইন্সটলেশনের। সেটির নাম "ইউরোপিয়ো স্বপ্ন"। মাদ্রিদের শিল্পী আলেজান্দ্রো মঙ্গে সেটি তৈরি করেন। সেটি ২০১৮ সাল 'আর্ট মাদ্রিদ' উৎসবে প্রদর্শিত হয়। ভাইরাল ভিডিও ক্লিপটি এক দর্শক ২৭ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে তোলেন। ভিডিওটি আগেও হাইতি, রাশিয়া ও ভারতে ভাইরাল হয়েছিল। বলা হয়েছিল, এটা রাজনৈতিক নেতাদের বাড়ি থেকে টাকা বাজেয়াপ্ত হওয়ার দৃশ্য। মার্চ ২০১৯-এ ভিডিওটি ভাইরাল হওয়াকালে বুম সেটিকে যাচাই করে দেখেছিল।
To Read Full Story, click here
Next Story