বিশ্লেষণ
জর্জ বুশ সিনিয়র এবং জুনিয়র এর মধ্যে বাংলা ওয়েব পোর্টালের কনফিউশান
বাংলা নিউজ পোর্টাল Bengalbreakingnews.com একটি ভুল ছবি ব্যবহার করে তাদের প্রতিবেদন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতির নিধন’ প্রকাশ করে। প্রতিবেদনটিতে জর্জ বুশ জুনিয়রের ছবি ব্যবহার হয়েছে অথচ খবরটি জর্জ বুশ সিনিয়রের জীবনাবসানের ব্যাপারে। জর্জ এইচ ডাব্লু বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০ জানুয়ারী (১৯৮৯) – ২০ জানুয়ারী (১৯৯৩) পর্যন্ত সার্ভিসে ছিলেন। তাঁর ছেলে জর্জ ডব্লু বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ২০ জানুয়ারী (২০০১) - ২০ জানুয়ারী (২০০৯) পর্যন্ত। ছবিটির সাথে প্রবন্ধের শিরোনামও বিভ্রান্তিকর। ‘চির ঘুমের দেশে চলে গেলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ’ আরকাইভ প্রতিবেদনটির লিঙ্ক এখানে : http://archive.is/1OZ6V বিভ্রান্তি সেখানে শেষ না। প্রতিবেদনটির শুরু হল : মারা গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ। তার পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। জর্জ বুশ আমেরিকার প্রেসিডেন্ট থাকালীন তিনি রাশিয়ার সঙ্গে ঠাণ্ডা যুদ্ধাবসানে অন্যতম অবদান রাখেন। এবং তারপর নিবন্ধটি জর্জ ডব্লু বুশের অবদান উল্লেখ করে যিনি আসলে মৃতের ছেলে । “জর্জ ওয়াকার বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি যিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ২০০০ ও ২০০৪ সালের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।"
Next Story