বিজেপি এমএলএ-এর কেজরিওয়ালকে লক্ষ্য করে ফোটোশপে বদলানো ছবি টুইট
একটু খুঁটিয়ে দেখলেই, অপটু হাতে ফোটোশপের কাজ ধরা পড়ে যায়।
রোহিনীর (দিল্লি) বিজেপির এমএলএ বিজেন্দ্র গুপ্ত, আম আদমি পার্টির (আপ) প্রচারের একটি ফোটোশপকরা ছবি, যাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেখা যাচ্ছে, টুইট করেছেন। আর মাইক্রোব্লগে সেটি ভাইরাল হয়েছে।
গুপ্তর অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে টুইট করা ওই ছবির সঙ্গে হিন্দি বয়ানে বলা হয়েছে, অরবিন্দ কেজরিওয়াল এতটাই ঘাবড়ে গেছেন যে উনি ‘ঝন্টু’ কে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। হিন্দিতে ‘ঝন্টু’ বলতে বোঝায় বোকা লোক। এই প্রতিবেদন লেখার সময় ওই টুইট ৩,৬০০ বার রিটুইট করা হয়, এবং প্রায় ১০,০০০ লাইক পায় সেটি।
হিন্দিতে লেখা হয়েছিল: AAP नेता केजरीवाल इतने बौखलाये हुये है कि झाटू को वोट देने की अपील कर रहे है !
উল্লেখ করা যেতে পারে, ‘ঝাড়ু’ (ঝাঁটা) হল আপের প্রতীক এবং ওই দুটি শব্দ প্রায় একই রকম শোনায়।
বিজেন্দ্র গুপ্তর অফিসিয়াল হ্যান্ডল থেকে করা টুইট ৩০০০ বারেরও বেশি রিটুইট করা হয়েছে। টুইটের আরকাইভ সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন।
ওই একই পোস্ট অনেক ফেসবুক পেজেও ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
কেজরিওয়ালের যে ছবি বিজেন্দ্র গুপ্ত টুইট করেছেন সেটি খুবই কাঁচা হাতের ফোটোশপের কারসাজি। গুপ্তর টুইটেই মতামত জানাতে গিয়ে অনেকেই তাঁর সমালোচনা করেছেন খুব মোটাদাগের ফোটোশপ ছবি পোস্ট করার জন্য।
বিজেন্দ্র গুপ্তর টুইট সম্পর্কে ধ্রুব রথীর সমালোচনা।
একটু খুঁটিয়ে দেখলেই, অপটু হাতে ফোটোশপের কাজ ধরা পড়ে যায়। আপ তাদের প্রচারের জন্য যে পোস্টার ব্যবহার করে তার আসল ছবি নীচে।
দুটি পোস্টারের তুলনা করলে দেখা যায় যে, ‘ঝাড়ু’ শব্দের একটা অক্ষর বদলে দেওয়ার ফলে মানেটাই পাল্টে গেছে।