নেহরুর সঙ্গে মহিলার অন্তরঙ্গ মুহূর্তের এই ছবিটি আসলে একটি নাটকের দৃশ্য
বুম খুঁজে পেয়েছে মূল ছবিটি আসলে 'ড্রইং দ্য লাইন' নাটকের অংশ যা ভারত বিভাগের হোতা সিরিল রাডক্লিফ ও তার ভূমিকাকে কেন্দ্র করে আধারিত।

সোশাল মিডিয়ায় নাটকের একটি দৃশ্যের ছবিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জহরলাল নেহরুর সঙ্গে এক মহিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি বলে দাবি করা হেয়েছে।
ছবিটি এমন সময় শেয়ার করা হচ্ছে যখন প্রতিবছর ১৪ নভেম্বর নেহরুর জন্মদিন ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। ১৪ নভেম্বর ১৮৮৯ সালে জহরলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন।
ছবিটি দেখলে মনে হয় জাফরির নক্সা দেওয়া একটি দরজার সামনে জহরলাল নেহরু অন্তরঙ্গভাবে এক ফুল ছাপ জামা পরিহিত মহিলাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দেখলে মনে হবে হয়ত তিনি ওই মহিলাকে চুম্বন করতে যাচ্ছেন।
এই ছবিটিই ফেসবুক ও টুইটারে বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্টগুলি আর্কাইভ করা আছে এখানে ও এখানে।

তথ্য যাচাই
বুম রাশিয়ান সার্চ ইঞ্জিন ইনডেক্স-এ রিভার্স সার্চ করে এই ছবিটি খুঁজে পেয়েছে। মূল ছবিটি আসলে একটি নাটকের দৃশ্যের।
২০১৩ সালে মঞ্চস্থ হওয়া ওই নাটক 'ড্রইং দ্য লাইন'-এ নেহরুর চরিত্রতে অভিনয় করেন শিলাস কারসন এবং লুসি ব্ল্যাক অভিনয় করেন লেডি মাউন্টব্যাটেন-এর ভূমিকায়। নাটকটি পরিচালনা করেন হোয়ার্ড ব্রেনটন। নাটকটি ভারত বিভাগের হোতা সিরিল রাডক্লিফ ও তার ভূমিকাকে কেন্দ্র করে আধারিত।
২০১৩ সালের ১১ ডিসেম্বর এই ছবিটি প্রকাশিত হয়েছিল ব্রিটিশ ট্যাবলয়েড মেট্রো-তে।

এই নাটকটির সারাংশ দেখতে পারেন লন্ডনের হাম্পস্টেড থিয়েটারের ওয়েবসাইটে, এখানে।
রাডক্লিফ ভারত ও পাকিস্তান দেশভাগের সীমানা কমিটিতে চেয়ারম্যান হয়েছিলেন।

ওই ওয়েবসাইটের 'ভিডিও এবং ইমেজ' গ্যালারিতে ভাইরাল হওয়া ছবিটি দেখা যাবে।

Claim : ছবি দেখায় নেহরু একটি মেয়েকে চুমু খাচ্ছেন
Claimed By : FACEBOOK POSTS AND TWITTER USERS
Fact Check : FALSE
Next Story