অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের ভুয়ো খবরে ছয়লাপ সোশ্যাল মিডিয়া
বুম ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সহ-অভিনেত্রী দিপান্বিতা শর্মার সঙ্গে কথা বলেছে। তিনি এই গুজবকে নস্যাত করেছেন।
রবিবার ২৩ জুন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের খবর। বুম খবরটির সত্যতা জানতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সহ-অভিনেত্রী দিপান্বিতা শর্মার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি আমাদের জানালেন,
"আমি এইমাত্র পরিচালক বিদ্যুৎ কতকীর সঙ্গে কথা বললাম। আমি ও ভিক্টর স্যার বিদ্যুৎ পরিচালিত রেনবো ফিল্ডস চলচ্চিত্রে কন্যা ও পিতার ভূমিকায় অভিনয় করেছিলাম। এই গুজব একেবারেই সমর্থনযোগ্য নয়। ভিক্টর স্যার সুস্থ্য ও প্রাণবন্ত আছেন। সকাল থেকে তিনি সহশ্রবার ফোন পেয়ে সারাদিন হাসাহাসি করছেন। এখন তিনি অসামে আছেন। তিনি অনেকদিন বাঁচুন; খুশিতে থাকুন। এই কামনা করি।"
দিপান্বিতা শর্মা, এক সময়ের সহ-অভিনেত্রী
যিশু এন্টারটেইনমেন্ট নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধায়ের প্রয়াণের খবর পোস্ট করা হয়। অভিনেতা যিশু সেনগুপ্ত-র ওই ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট সম্পর্কে সচেতন করে তাঁর প্রোফাইল থেকে টুইট করেছেন। তিনি লিখেছেন,
"এটা আমি নই। ভেরিফাই না থাকা আমার নামে অন্য কোনও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কোনও কিছু লেখা হলে দয়া করে বিশ্বাস করবেনা।"
যিশু সেনগুপ্ত, অভিনেতা
ফেসবুকের স্বাধীন বিভিন্ন গ্রুপ গুলির পাশাপাশি, রাজনৈতিক দল সমর্থিত গ্রুপগুলিতেও এই খবরে ছেয়ে গেছে। এরকম একটি পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘RIP, চলে গেলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ওনার পরিবারকে ফ্যাম কমিউনিটির পক্ষ থেকে সমবেদনা জানাই।’’
পোস্টগুলি আর্কাইভ করা আছে এখানে, এখানে ও এখানে।
নেটিজেনরা ভুয়ো খবর রটানো খপ্পরে এই প্রথমবার পড়লেননা। অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকরী খবর যাচাই না করেই পোস্টগুলিতে রিপ্লাই দিয়েছিলেন। আবার অনেক টুইটার ব্য়বহারকারী পরে টুইট করে ওই ভুয়ো খবরের ফাঁদে পড়ার পর ক্ষমা চেয়েছেন।