তথ্য যাচাই: অমিত শাহ কি কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছেন?
অমিত শাহ সে রকম কোনও কথাই বলেননি, আর ‘নিউজ ২৪’ তেমন কিছু রিপোর্টও করেনি
Claim
পাশে দেওয়া গ্র্যাফিকটি ‘নিউজ ২৪’ চ্যানেল থেকে নেওয়া। তাতে রয়েছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)প্রেসিডেন্ট অমিত শাহ আর সঙ্গে তাঁর বক্তব্য। যাতে উনি বলেছেন, “আমাদের সরকার ফিরে এলে, আমরা ১০০ দিনের মধ্যে কালো টাকা ফেরত নিয়ে আসব।” হিন্দি বয়ানটি হল, “इस बार हमारी सरकार आएगी तो पक्का 100 दिन में काला धन लाएंगे।"
Fact
এপ্রিল ৮, ২০১৯ তারিখে ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো প্রকাশ করে। সেদিনই ওই অনুষ্ঠানে অমিত শাহ যে ভাষণ দিয়েছিলেন সেটি আমরা পুরোটা শুনি। ওই দিন অমিত শাহ কালো টাকার কোনও উল্লেখ করেননি, বা বিজেপি আবার ক্ষমতায় এলে কালো টাকা ফিরিয়ে আনার কোনও প্রতিশ্রুতিও দেননি। তা ছাড়া ওই অনুষ্ঠানের ভিডিও ‘নিউজ ২৪’-এর ইউটিইব পেজে রাখা আছে। বুম সেটিও খুঁটিয়ে দেখে। কিন্তু ১৭.৫০ মিনিটের ওই ক্লিপটিতে, ওপরে দেওয়া গ্র্যাফিকটি কোথাও দেখা যায়নি। নিউজ ২৪-এর সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, ওই গ্র্যাফিকটি আলাদা করে ছবিটির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে।