সুন্দরবনে কী বনকর্মীরা হরিণ শিকার করছিলেন? একটি তথ্যযাচাই
২০১৫ সালে এক ফার্ম মালিকের বাংলাদেশে হরিণ শিকারের একটি পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ ছড়ানো হচ্ছে।
একটি হরিণকে এক ব্যক্তির গুলি করে হত্যা করার একটি অস্বস্তিকর ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে মিথ্যে দাবি করা হচ্ছে ওই ব্যক্তি সুন্দরবনের একজন বনকর্মী।
২ মিনিট ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে ঘেরা জায়গায় এক ব্যক্তিকে হাতে বন্দুক নিয়ে কয়েকটি হরিণকে তাক করতে দেখা যায়। তারপর হরিণদের খাবার দিতে দেখা যায়। পরপরই তাক করে একটি হরিণের পায়ে গুলি ছোঁড়েন। তারপর ওই ব্যক্তি ও তার সহযোগী ছুটে আহত হরিনটির কাছে যায় ও ছুরি দিয়ে জবাই করেন। এই ঘটনাকে বীরত্ব মনে করে তারপর তারা ছবি তোলেন।
ভাইরাল হওয়া ভিডিওটিতে ওই বন্দুকহাতের ব্যক্তিটিকে আঞ্চলিক ভাষায় কথা বলতে শোনা যায়। ভিডিওটির সঙ্গে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যাদেরকে রক্ষক হিসেবে বেতন দিচ্ছেন, তারাই ভক্ষক হয়ে শেষ করে দিচ্ছে সুন্দর বনের সৌন্দর্য্য, আজকে একটা প: ব: ফরেস্ট অফিসার একটা হরিণ কে মেরে দিল। এই ভিডিও টা চারিদিকে ছড়িয়ে দিন যাতে জেল হয়’’
বুম তার হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ৭৭০০৯০৬১১১ নম্বরেও এই ভিডিওটি পেয়েছে।
সতর্কতা: ভিডিওটি অস্বস্তিকর।
তথ্য যাচাই
ওই শুটার ও তার সহযোগীরা স্থানীয় বাংলাদেশি টানে কথা বলায় বুম ধারনা করেছিল ভিডিওটি বাংলাদেশের।
আমরা ইউটিউবে সংশ্লিষ্ট শব্দের কিওয়ার্ড সার্চ করে ভিডিওটির বিস্তারিত অংশ খুঁজে পাই যা ২০১৫ সালে ডেইলিস্টার আপলোড করেছিল।
ভিডিওটির বর্ণনায় লেখা হয়েছে বাংলাদেশের ঘটনা এটি। এক ফার্মের মালিক তার ফার্মে থাকা হরিণকে এভাবে গুলি করে হত্যা করে।
২০১৫ সালের ১২ জুলাই বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার তাদের প্রতিবেদনে জানায় ওই ব্যক্তির নাম মইন উদ্দিন।
ওই প্রতিবেদন অনুযায়ী একই ভিডিও মইন উদ্দিন তার ফেসবুক পেজে আপলোড করেন ওই বছরের ৪ জুলাই। তিনি একজন অস্টেলিয়া প্রাবাসী বাংলাদেশী। তার মালিকানায় একটি ফার্ম রয়েছে সেখানে অন্যান্য প্রাণীর পাশাপাশি হরিণও প্রতিপালন করেন।
ডেইলি স্টারে এই ঘটনাকে পাশবিক আখ্যা দিয়ে মইন উদ্দিনর এই কর্মকাণ্ডের সমালোচনা করা হলে মইন উদ্দিন তার ফেসবুক পেজে বিষয়টি নিয়ে তার অবস্থান জানান।
মইন উদ্দিন তার পোস্টে দাবি করেন তার কাছে থাকা বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত এবং তার কাছে পর্যাপ্ত ছাড়পত্র আছে—তার ফার্মে প্রতিপালন করা পশুদের হত্যা করার ব্যাপারে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।