ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপ জয়ের পর বিজেপি সমর্থকদের আবির খেলার ছবিগুলি ভুয়ো
বুম যাচাই করে দেখেছে যে ছবিগুলি পুরনো ও ইংল্যান্ডের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

ফেসবুকে বিজেপি সমর্থকদের জয়োল্লাসের চারটি পুরনো ছবি শেয়ার করে দাবি করা হয়েছে সেগুলি বিশ্বকাপে ইংল্যান্ডের জয়ের পর বিজেপি কর্মী সমর্থকদের মিছিল ও আবির খেলার ছবি।
চারটি ছবিতে দেখা যাচ্ছে বিজেপি সমর্থকরা আবির খেলছেন। তাদের হাতে রয়েছে বিজেপির পতাকা। মহিলা সমর্থকরা হাতধরাধরি করছেন ও পরস্পরকে আবির মাখাচ্ছেন।
পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘গতকাল ইংল্যান্ডের জয়ে বিজেপির বিজয় মিছিল ও আবির খেলা।’
এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ১৪৬ জন লাইক ও ৪২ জন মন্তব্য করেছেন পোস্টটিতে। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

তথ্য যাচাই
বুম রিভার্স সার্চ করে ছবি গুলিকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। বুমের পক্ষে একটি ছবি চিহ্নিত করা সম্ভব হয়নি। বলাবাহুল্য বাকি ৩-টি ছবিই পুরনো এবং বিজয়োল্লাসের সঙ্গে সম্পর্কিত নয়। নীচে ছবিগুলির উৎস দেওয়া হল।
প্রথম ছবি: ১২ মার্চ ২০১৬, এই ছবিটি প্রাকাশিত হয়েছিল ডিএনএ-এর একটি প্রতিবেদনে।

দ্বিতীয় ছবি: ৪ মার্চ ২০১৮, সংবাদ সংস্থা পিটিআই এর সর্বরাহ করা ইকনমিক টাইমস-এর খবরে প্রকাশিত হয়েছিল ছবিটি।

তৃতীয় ছবি: বুমের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। কিন্তু ছবিতে উপস্থিত শায়না এন সি, যিনি ভারতীয় জনতা পার্টির একজন প্রতিনিধি, এরকম কোনও জয়োল্লাসে অংশগ্রহণ করেননি সাম্প্রতিক কালে।

চতুর্থ ছবি: ৪ মার্চ ২০১৮, আইবিজি নিউজের প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল ছবিটি।

সোশাল মিডিয়ায় আরএসএস সমর্থকদের উল্লাস ও নাচের ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে সেটি আরএসএসের সদর দফতর নাগপুরের বাইরে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পরে তোলা। এব্যাপারে বুমের খন্ডন করা প্রতিবেন পড়া যাবে এখানে।
Claim : ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বিজেপির বিজয় মিছিল ও আবির খেলার ছবি
Claimed By : FACEBOOK POST
Fact Check : FALSE
Next Story