জাস্টিন বিবারের বৌদ্ধ ধর্ম গ্রহণ করার খবরটি ভুয়ো
বুম বিবারের ধর্ম পরিবর্তনের কোনও খবর খুঁজে পায়নি। ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিগুলি বর্মীয় সঙ্গীত শিল্পী হিয়ান মিন থু’র।
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টগুলিতে জাস্টিন বিবারের মুন্ডিত মস্তক ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হয়েছে কানাডীয় এই সঙ্গীত তারকা বৌদ্ধ ধর্ম গ্রহন করেছেন। তিনটি ছবি শেয়ার করা হয়েছে । একটি ছবিতে দেখা যাচ্ছে হাসিমুখে হাতে কিছু ধরে রয়েছেন। অন্য ছবি দুটির একটিতে শ্বেত বস্ত্র ধারন করে মস্তক মুন্ডন করাচ্ছেন বৌদ্ধ ভিক্ষুক দের হাতে। অন্যটিতে বৌদ্ধ পোষাক (কাশায়া) পরে দাঁড়িয়ে রয়েছেন।
বাংলা ও বর্মীয় ভাষায় লেখা ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ‘‘এবার মায়ানমারে গিয়ে নিজের চিত্তকে শান্ত করার তাগিদে বৌদ্ধ ধর্ম গ্রহন করে প্রব্রজ্যা নিয়েছেন পৃথিবীর অন্যতম তারকা শিল্পী JUSTIN BIBER. (মায়ানমারের একটি পেইজ হতে সংগ্রহিত) သတင္းထူး သတင္းအျပည့္စံု Memory သာဓု သာဓု သာဓုပါဗ်ာ🙏🙏🙏 ဗုဒၶဘာသာသို႔ ကူးေျပာင္းလိုက္တဲ့ Justin Biber’’
বুম ট্রান্সেলেটরের সাহায্য নিয়ে দেখেছে বর্মীয় ভাষায় ক্যাপশনটির বয়ানও বাংলার মতই।
ফেসবুক পোস্টগুলি দেখা যাবে এখানে ও এখানে। (আর্কাইভ লিঙ্ক ১ ও ২)
বুম কিওয়ার্ড সার্চ করে দেখেছে এই ভুয়ো পোস্টগুলি ও ওই ছবি তিনটি ফেসবুকে ভাইরাল হয়েছে ব্যাপকভাবে।
তথ্য যাচাই
বুম জাস্টিন বিবারের ধর্ম পরিবর্তনের কোনও খবর গণমাধ্যমে খুঁজে পায়নি। বুম রিভার্স সার্চ করে জেনেছে জাস্টিন বিবারের প্রথম ছবিটি নেট দুনিয়ার একটি বহুল প্রচলিত ছবি। যেটি দেখা যাবে এখানেও।
জাস্টিন বিবারের ধর্ম বিশ্বাস, প্রেম ও কৌমার্য সংক্রান্ত এবছরের ফ্রেব্রুয়ারি মাসে ভোগকে দেওযা সাক্ষাৎকার পড়া যাবে এখানে।
বাকি ছবিদুটি বর্মীয় সঙ্গীতশিল্পী হিয়ান মিন থু’র। ফেসবুকে তার প্রোফাইলে বৌদ্ধ ধর্মীয় পোষাক কাশায়া পরিহিত ছবি দেখা যাবে। ছবিগুলি ব্যবহার হয়েছে বর্মীয় ওয়েবসাইটে এখানে ও এখানে।
হিয়ান মিন থু-এর সঙ্গীতের একটি ভিডিও নীচে দেওয়া হল।