রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্মদিনে তাঁকে কি স্বেচ্ছায় কেক কাটতে দেননি?
ভাইরাল হওয়া ভিডিওটি কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর তোলা।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে মিথ্যে দাবি করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে তার জন্মদিনে ( সেপ্টেম্বর ২৬) স্বেচ্ছায় কেক কাটতে দেওয়া হচ্ছে না।
২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হাতে ছুরি ধরে কেক কাটছেন। পরে একটি প্লেটে এক টুকরো কেক তুলে দেন রাহুল গান্ধী।
ওই পোস্টটির ক্যাপশন লেখা হয়েছে, ''মনমোহন সিংহ ভাবছে- লে হালুয়া নিজের ইচ্ছায় জন্মদিনের কেকটাও কাটতে দিচ্ছে না''
এই প্রতিবেদন লোখার সময় পর্যন্ত ৬৬ জন লাইক করেছে ভিডিওটি। শেয়ার করেছেন ৪৫ জন।
ভিডিওটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
মনমোহন সিং কাটস কেক লিখে গুগুলে সার্চ করলে এই ভিডিওটির ব্যাপারে জানা যায়। জন্মদিন উপলক্ষে রাহুল গন্ধীর সঙ্গে কেক কাটেননি তিনি। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে ওই দিন প্রাক্তন প্রধানমন্ত্রী ও রাহুল গান্ধী এক সঙ্গে কেক কাটেন। শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটির ১৩৪ বছরের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছিল ওই দিন।
ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করে ২০১৮ সালের ২৮ ডিসেম্বর।
কংগ্রেস সাংসদ শশী থারুরও ওই ছবিটি টুইট করেছিলেন। ছবিতে রাহুল গান্ধী ও মনমোহন সিংয়ের পাশে একই টেবিলে বসে থাকতে দেখা যায় মতিলাল ভোরা ও আহমেদ প্যাটেলকেও।