বিজেপির মহিলা সমর্থককে কি তৃণমূল সমর্থকরা আক্রমণ করে? একটি ফ্যাক্ট চেক
সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া ওই আহত মহিলার ছবি গত বছরের ঢাকুরিয়া বিনোদিনী গার্লস স্কুলে প্রতিবাদ বিক্ষোভের
বিজেপি সমর্থক হওয়ায় তৃণমূল আশ্রিত গুন্ডা দ্বারা আক্রমণের শিকার বলে ভুয়ো ছবি দিয়ে প্রচার চালানো হয়েছে। বি ওয়াই যে এম বালুরঘাট নগর মন্ডল পেজ থেকে ওই ছবিটি পোস্ট করা হয়। ছবিতে এক মহিলার মাথা ফেটে রক্তাক্ত অবস্থার দৃশ্য দেখা যায়। ফেসবুকের ওই পোস্টটিতে বাংলায় ক্যাপশন দেওয়া হয়েছে - “টিএমসি’র গুন্ডারা এই বোনটির মাথা ফাটিয়েছে দোষ একটাই বিজেপি কে ভালোবাসে।”
নীচের পোস্টটি এবং তার আর্কাইভ পোস্টটি দেখুন এখানে। সতর্কতা কাম্য।
৩ এপ্রিল পোস্ট হওয়া এই ছবি সহ পোস্টটি ইতিমধ্যেই ২৭০ এর বেশি শেয়ার ও লাইক হয়েছে।
তথ্য যাচাই
বুম ছবিটি রিভার্স সার্চ করে দেখেছে - ওই মহিলার মাথা ফেটে রক্ত ঝরার ছবিটি কলকাতার, তবে সেটি গত অক্টোবর মাসের ।
ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাই স্কুলে একটি শিশু-পড়ুয়ার যৌন নিগ্রহের বিরুদ্ধে পড়ুয়াদের বাবা-মা ও অভিভাবকরা সেখানে প্রতিবাদ-বিক্ষোভ জানাচ্ছিলেন । সেই বিক্ষোভ স্কুল চত্বরকে একটি রণক্ষেত্রে পরিণত করে যখন অভিভাবকরা এ ধরনের নিগ্রহের প্রতি শিক্ষকদের উদাসীনতার প্রতিবাদে সেখানে ঢুকে তাঁদের মারধর করতে থাকেন ।
সঙ্গের ছবিটি তেমনই এক মহিলা অভিভাবকের যিনি সেই ঘটনায় আহত হন। আনন্দবাজার পত্রিকায় ওই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই খবরটি পড়তে পারেন এখানে।
ওই স্পর্শকাতর ছবিটি নিয়ে আগেও সোশ্যাল মিডিয়াতে উত্তেজনাপূর্ণ পোস্ট করা হয়েছিল। বুম পোস্টগুলিকে খণ্ডন করেছিল, এনিয়ে প্রতিবেদন পড়া যাবে এখানে।