বিজেপি নেতা চন্দ্র বসুর বাড়ি সংলগ্ন নেতাজি মূর্তিতে তৃণমূলের লোকেরা কী কালি লেপেছে?
বুম রিভার্স সার্চ করে জেনেছে ছবিটি বীরভূমের পাঁচড়া গ্রাম পঞ্চায়েত অফিসে চত্বরের। ২০১৭ সালের অগষ্ট মাসে ঘটেছিল ওই ঘটনা।
একজন সোস্যাল মিডিয়া ব্যবহাকারী একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, বিজেপি নেতা চন্দ্র বসুর বাড়ির পাশের নেতাজি মূর্তিতে তৃণমূলের লোকেরা কালি লেপেছে। তিনি ওই পোস্টে ক্যাপশন লিখেছেন, ‘‘নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি তথা বিজেপি প্রার্থী চন্দ্র বসুর ঘরের পাশে থাকা নেতাজি মূর্তির উপর তৃণমূলের লোকেরা কালি লেপন করেছে।’’
"भाजपा प्रत्याशी और नेताजी सुभाष चन्द्र बोस के पोते चंद्र बोस के घर के पास बने नेताजी की मूर्ति पर TMC वालों ने कालिख पोत दी.अब हद पार कर गयी ममता बनर्जी।"
প্রতিবেদনটি লেখার সময় প্রর্যন্ত ছবিটি ৫৬ জন লাইক ও ৫১ জন শেয়ার করেছেন। পোস্টটি দেখতে পাবেন এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করেছিল। কালি লেপার ঘটনাটি ২০১৭ সালের আগস্ট মাসে বীরভূমের পাঁচড়া গ্রাম পঞ্চায়েত অফিসে চত্বরের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে অজ্ঞাত লোকজন নেতাজি মূর্তিতে আলকাতরা লেপে দেয়। এই ব্যাপারে প্রাকাশিত ক্যুইন্টের প্রাতিবেদন পড়া যাবে এখানে।
পাঁচড়া গ্রাম পঞ্চায়েত বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অধীন। ঘটনাটি সংবাদসংস্থা এএনআই ট্যুইট করেছিল ১৪ অগস্ট ২০১৭।