BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • কংগ্রেসের ইস্তেহার মুসলিমদের...
      ফ্যাক্ট চেক

      কংগ্রেসের ইস্তেহার মুসলিমদের পক্ষপাতী টাইমস নাওয়ের ২০১৮-এর রিপোর্ট ধর্মীয় দাবিতে ছড়াল

      বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৮ সালে তেলঙ্গানার নির্বাচনের জন্য কংগ্রেসের এক খসড়া ইস্তেহার নিয়ে টাইমস নাউয়ের বুলেটিন।

      By - Sk Badiruddin |
      Published -  18 May 2023 7:00 PM IST
    • কংগ্রেসের ইস্তেহার মুসলিমদের পক্ষপাতী টাইমস নাওয়ের ২০১৮-এর রিপোর্ট ধর্মীয় দাবিতে ছড়াল

      টাইমস নাও-এর (Times Now) একটি পুরনো সংবাদ বুলেটিনে প্রধান সম্পাদক রাহুল শিবশঙ্করকে (Rahul Shivshankar) বলতে শোনা যাচ্ছে যে, তেলঙ্গানা (Telangana) প্রদেশ কংগ্রেস কমিটির একটি খসড়া নির্বাচনী ইস্তেহার (Manifesto) তাঁদের হাতে এসেছে। এবং তাতে মুসলমানদের (Muslims) খুশি করার জন্য একাধিক প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই পুরনো ভিডিও এখন সাম্প্রতিক বলে শেয়ার করা হচ্ছে।

      টাইমস নাও-এর প্রাক্তন সাংবাদিক পল উম্মেন-এর সঙ্গে আমরা কথা বলি। তিনি আমাদের জানান যে, ২০১৮ সালে তেলঙ্গানার নির্বাচনের জন্য তেলুগুতে লেখা ভারতীয় জাতীয় কংগ্রেসের ইস্তেহারের ওপর ভিডিওটি তাঁরই তৈরি। কিন্তু ভিডিও’র দাবিটি অস্বীকার করে কংগ্রেস পার্টি। তাঁরা বলেন, কেবল মুসলমানদের সুবিধে করে দেবে এমন প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে ম্যানিফেস্টো তাঁরা আদৌ প্রকাশ করেননি।

      গত সপ্তাহে বেশ কিছু বুথ-ফেরত সমীক্ষায় ১০ মে অনুষ্ঠিত কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিপুল সাফল্যের পূর্বাভাস দেওয়ার পর থেকেই ভিডিওটি ছড়ানো হচ্ছে। ১৩৫টি আসন জিতে ও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করে কংগ্রেস। বিজেপি কেবল ৬৬ টি আসন পায়। নির্বাচনী ফলাফল সংক্রান্ত বুমের রিপোর্ট পড়ুন এখানে।

      টাইমস নাও-এর প্রধান সম্পাদক রাহুল শিবশঙ্কর সঞ্চালিত সংবাদ বুলেটিনের একটি অংশ দেখানো হয়েছে ভাইরাল ভিডিওটিতে। তাতে শিবশঙ্করকে বলতে শোনা যাচ্ছে যে, কংগ্রেসের ম্যানিফেস্টোয় এমন সব প্রকল্পের উল্লেখ আছে যেগুলি নাকি কেবল রাজ্যের মুসলমানদের সুবিধে করে দেবে। তিনি আরও বলেন, তাঁদের হায়দ্ররাবাদ প্রতিনিধি পল উম্মেন-এর মাধ্যমে ম্যানিফেস্টোটি একমাত্র তাঁরাই হাতে পেয়েছেন। অর্থাৎ, সেটি তাঁদের এক্সক্লুসিভ সংগ্রহ।

      ভিডিও ক্লিপটিতে, তেলুগুতে লেখা একটি নথি দেখানো হয়। তাতে রয়েছে সাতটি নথির উল্লেখ, যেগুলি একমাত্র মুসলমানদেরই উপকার করবে।

      সেগুলির মধ্যে ছিল, সরকারি ঠিকা পাওয়ার ক্ষেত্রে মুসলমান যুবকদের বিশেষ সুবিধে। মুসলমান ছাত্রদের জন্য ২০ লক্ষ টাকার আর্থিক সাহায্য। মুসলমানদের জন্য হাসপাতাল। এবং তেলেঙ্গানার মসজিদ ও চার্চের জন্য বিনা মূল্যে বিদ্যুৎ।

      একটি মেসেজ সহ ভিডিও ক্লিপটি বুমের কাছে আসে।

      মেসেজটিতে লেখা ছিল, “ভিডিও সমেত এই পোস্টটি সত্য না মিথ্যে? কংগ্রেসকে ভোট দেওয়ার চেয়ে অ-মুসলমানদের পক্ষে আত্মহত্যাই শ্রেয়। দেখুন, কংগ্রেস ম্যানিফেস্টোয় কেবল মুসলমানদেরই সুযোগ সুবিধে দেওয়ার কথা বলা হয়েছে। অথচ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের একটি স্তম্ভ, এমনটাই বলে থাকে তারা।”




      ভিডিওটি টুইটারেও শেয়ার করা হচ্ছে। সঙ্গে ক্যাপশনে বলা হয়েছে, “কংগ্রেসের ম্যানিফেস্টোর কথা কি শুনেছেন? #তেলেঙ্গানা। আপনি স্তম্ভিত হয়ে যাবেন। সব সরকারি ঠিকা মুসলমানদের জন্য। গরিব মুসলমান পড়ুয়াদের জন্য ২০ লক্ষ টাকা সাহায্য। কেবলমাত্র মুসলমানদের জন্য আবাসিক স্কুল। কেবল মাত্র সংখ্যালঘুদের জন্য হাসপাতাল। মসজিদ ও চার্চে বিনা মূল্যে বিদ্যুৎ, ইত্যাদি ইত্যাদি। কংগ্রেসকে ভোট দেওয়ার আগে দু’ বার ভাবুন!”

      ভিডিওটি দেখুন এখানে, এখানে ও এখানে।


      Have you heard of the Congress Manifesto ? #Telangana

      It will shock you

      - all government contracts to Muslim youths

      - 20 lac financial aid to poor Muslim students

      - residential schools for Muslims only

      - hospitals for minorities only

      - free electricity supply to Mosques… pic.twitter.com/UJb7yXaXWU

      — CoachSudhir 🇮🇳 (@SudhirPuthran) May 7, 2023


      টুইটটির আর্কাইভ করা আছে এখানে।


      আরও পড়ুন: ভিডিওটি কর্নাটকে কংগ্রেসের জয়ের পর পাকিস্তানের পতাকা তোলার ঘটনা নয়


      তথ্য যাচাই

      সেই সময় টাইমস নাও-এর প্রতিনিধি পল উম্মেন-এর সঙ্গে যোগাযোগ করে বুম। তিনি বলেন, ভিডিওটি হল ২০১৮’র একটি সংবাদ বুলেটিনের অংশ, যেখানে তেলঙ্গানার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের ওপর খবর করা হয়।

      ‘তেলঙ্গানাম্যানিফেস্টা অন টুইটার’ – এই কিওয়ার্ড দিয়ে আমরা অ্যাডভানস্ড বা বিশেষ ধরনের সার্চ করি। তার ফলে, আমরা ভিডিওটির একটি বড় সংস্করণ দেখতে পাই। সেটা টাইমস নাও-এর নিজস্ব হ্যান্ডেল থেকে ২৬ নভেম্বর, ২০১৮ টুইট করা হয়।

      ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “@ পল_উম্মেন আমাদের ৭টি কেবল-মুসলমান প্রকল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। যেগুলি তাদের তেলেঙ্গানা ম্যানিফেস্টো #কংফরমুসলিমস-এ কংগ্রেস তুলে ধরেছে।”

      টুইটটির আর্কাইভ করা আছে এখানে।


      .@Paul_Oommen takes us through the 7 'Muslim only' schemes pledged by Congress in its Telangana manifesto #CongForMuslims pic.twitter.com/YWWxDuLF4H

      — TIMES NOW (@TimesNow) November 26, 2018

      এই বিষয়ের ওপর, ২৭ নভেম্বর, ২০১৮, টাইমস নাও-এর মুখ্য সম্পাদক একটি বিতর্কের আয়োজন করেন।


      TIMES NOW Newsbreak- ‘Muslim only’ manifesto for Telangana confirmed. Today Cong’s Pro-Muslim tilt gets better. After Telangana, Congress pushes Muslim interests in another significant Indian state

      Join @RShivshankar at 8PM and Tweet with #CongForMuslimsTape
      (Tweet 1/2) pic.twitter.com/EBNINHSui4

      — TIMES NOW (@TimesNow) November 27, 2018


      আমরা গুগলে আরও কিওয়ার্ড সার্চ করি। তার ফলে, ২৭ নভেম্বর, ২০১৮, টাইমস নাও ওয়েবসাইটে একটি রিপোর্ট দেখতে পাই। লেখাটির আর্কাইভ করা আছে এখানে। ওই লেখায় বলা হয় যে, কংগ্রেসের খসড়া ইস্তাহার একমাত্র টাইমস নাও-ই হাতে পায়।

      টাইমস নাও গোষ্ঠীর সংবাদমাধ্যম, টাইমস ইন্ডিয়া, ২৭ নভেম্বর, ২০১৮ ওই ইস্তাহার সংক্রান্ত খবর করে। তাতে দাবি করা হয় যে, একমাত্র তাদের গোষ্ঠীই ওই খসড়া ম্যানিফেস্টোটির প্রতিলিপি হাতে পায়।

      তবে, কংগ্রেসের কর্মকর্তারা ওই ম্যানিফেস্টোর অস্তিত্ব ও মুসলমানদের সুবিধে করে দেওয়ার মতো ৭টি প্রকল্পের কথা অস্বীকার করেন। ২৭ নভেম্বর, ২০১৮’য়, রাহুল গাঁধীর ঘনিষ্ট ও সেই সময় সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সচিব মধু গৌড় ইয়াসখিকে উদ্ধৃত করে মুম্বই মিরার লেখে, “আমাদের ইস্তাহার প্রকাশই করা হয়নি। এটা খবর ফাঁস করার কাজ বলে মনে হচ্ছে।”

      ২৮ লভেম্বর, ২০১৮, নিউজলন্ড্রি-তে প্রকাশিত একটি লেখায় বলা হয়, টাইমস নাও ও রিপাবলিক এই বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে যে, তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের প্রকাশিত ইস্তাহার মুসলমান তোষণের চেষ্টা করা হয়েছে।

      তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি প্রকাশিত ২০১৮ চুড়ান্ত ইস্তাহারটি দেখা যাবে এখানে।


      Tags

      TelanganaKarnatakaKarnataka Assembly Election 2023Old VideoTelangana Elections 2023Rahul Shivshankar
      Read Full Article
      Claim :   টাইমস নাওয়ের বুলেটিনের দাবি কংগ্রেসের মুসলিমদের জন্য তেলঙ্গানায় বিশেষ প্রকল্প
      Claimed By :  Twitter Users & WhatsApp Message
      Fact Check :  Misleading
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!