অসমের পুরনো ভিডিও তামিলনাড়ুতে পরিযায়ীদের উপর হামলা বলে ছড়াল
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি অসমের তিনসুকিয়া জেলায় তরবারি হাতে ২০২০ সালের অগস্ট মাসে বাইক মিছিল।
একদল যুবকের হাতে তরবারি (swords) নিয়ে বাইক মিছিল (bike rally) করার পুরনো ভিডিও তামিলনাড়ুতে (Tamil Nadu) পরিযায়ী শ্রমিকদের (attack on migrants) উপর আক্রমণের ঘটনা বলে সোশাল মিডিয়ায় গুজব (rumours) ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি অসমের তিনসুকিয়া জেলায় তরবারি হাতে ২০২০ সালের অগস্ট মাসে বজরঙ দল আয়োজিত বাইক মিছিল।
তামিলনাড়ুর ডিজি শৈলেন্দ্র বাবু ২ মার্চ, ২০২৩ এক ভিডিও বার্তায় পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের খবর অস্বীকার করেছেন।
ফেসবুকে ভাইরাল হওয়া ৩ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিওটি দেখা যায় একদল যুবক তরবারি হাতে বাইক মিছিল করছে। ভিডিওটি তামিলনাড়ুতে বিহারের পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার সম্প্রতি ছড়ানো গুজবে নবতম সংযোজন। তথ্য-যাচাই পড়ুন এখানে।
ফেসবুকে পোস্টটিতে ক্যাপশন লেখা হচ্ছে, “একটি সতর্কতা , তামিলনাড়ুতে ( চেন্নাই ) কাজ বা অন্য কোন কাজে যে সকল ভাই/ভাই/বন্ধুরা আছেন একটু সতর্ক থাকার চেষ্টা করুন। তামিলনাড়ুর কিছু জায়গায় মারামারি শুরু হওয়ার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। শুনলাম স্থানীয় তামিলভাষী আর সব হিন্দিভাষী লোকের মধ্যে নাকি মারামারি চলছে।”
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল ভিডিওতে ‘ইএম’ লোগো ও ‘তিনসুকিয়া অসম’ লেখা দেখতে পায়। কিওয়ার্ড সার্চ করে আমরা ৩ মিনিট ২১ সেকেন্ডের একই দৃশ্যের ভিডিও খুঁজে পাই ২৭ অক্টোবর ২০২০ আপলোড হওয়া গণমাধ্যম ইস্ট মোজোর ইউটিউব চ্যানেলে।
ভিডিওটির শিরোনাম, “অসমি যুবকদের বাইক মিছিলে অস্ত্র প্রদর্শন, বজরঙ দলের সদস্য স্বাকারক্তি একজনের।”
এছাড়াও বিভিন্ন উত্তরপূর্ব ভারতের গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশিত হয় সে সময়। ওয়েব পোর্টাল ইনসাইডএনই ২৬ অক্টোবর, ২০২০ সংবাদ প্রকাশ করে বজরং দল আয়োজিত ‘অস্ত্র পুজো’-তে অংশ নিতে ৪০-৫০ জন যুবক ওই বাইক মিছিল বের করে।
পরে প্রশাসন ওই যুবকদের বাধা দেয় ও ৪ জনকে গ্রেফতার করে। তাদের মধ্য একজন বজরঙ দলের সদস্য বলে স্বীকার করে। বুম এই ভিডিওটি ২০২২ সালের অগস্ট মাসে তথ্য-যাচাই করেছিল যখন অসমে সাম্প্রতিক ঘটনা বলে ভাইরাল হয়েছিল।