বিভ্রান্তি সহ ছড়াল ২০২১ সালে সিপিআইএম কার্যালয়ে জাতীয় পতাকা তোলার ছবি
বুম দেখে ২০২১ সালে স্বাধীনতা দিবস উদযাপনে সময় আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএম কার্যালয় মুজফ্ফর আহ্মদ ভবনে বিভ্রাট ঘটে।
রাজ্য সিপিআইএমের (CPIM) সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিট-স্থিত মুজফ্ফর আহ্মদ ভবনে ২০২১ সালে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা (National Flag) উত্তোলনের সময় বিভ্রাটের ছবি বিভ্রান্তিকর দাবি সহ ২০২২ সালে ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবি ২০২১ সালের স্বাধীনতা দিবস উদযাপনে ঘটনা। এবছর আলিমুদ্দিন স্ট্রিটের কার্যালয়ে পতাকা তোলায় কোনও বিভ্রাট হয়নি।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গণমাধ্যম ২৪ ঘন্টার বুলেটিনের ছবিতে দেখা যায়, বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য দলীয় নেতৃত্বের উপস্থিতিতে তোলা জাতীয় পতাকায় সবুজ অংশ উপরে এবং গেরুয়া অংশ নিচের দিকে।
তথ্য যাচাই
বিষয়টি নিয়ে বাংলা সংবাদমাধ্যম জি ২৪ ঘন্টা খবর প্রকাশ করে। ওই বুলেটিনের শিরোনাম লেখা হয়, "CPIM: প্রথমবারেই বিপত্তি! আলিমুদ্দিনে কিছুটা উঠল উল্টো পতাকা, সামাল দিলেন সেলিম"
৬ মিনিট ৪৮ সেকেন্ডে সময়ের জি ২৪ ঘন্টার বুলেটিনটির ১৩ সেকেন্ডে সময়ে আমরা ভাইরাল হওয়া ছবির একই দৃশ্য দেখতে পাই। ভাইরাল দৃশ্যে মহম্মদ সেলিম "অফ হোয়াইট" রঙের পাঞ্জাবি পরে রয়েছেন।
২০২২ সালে পতাকা উত্তোলন
২০২২ সালে স্বাধীনতা দিবসের ৭৫ বছরের বর্ষপূর্তিতে সিপিআই(এম)-এর রাজ্য দপ্তর মুজফ্ফর আহ্মদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর ফেসবুক পেজে। এই ভিডিওতে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে সাদা পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়।
বিষয়টি নিয়ে গণমাধ্যম দ্য ওয়ালের রিপোর্ট দেখুন এখানে।
আরও পড়ুন: ভারতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে অম্বেডকরের নামে ছড়ানো উদ্ধৃতিটি ভুয়ো