BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • আজতক বাংলা চিনে কেঁচোর বৃষ্টি বলে...
ফ্যাক্ট চেক

আজতক বাংলা চিনে কেঁচোর বৃষ্টি বলে দেখাল ফুলের মঞ্জরী খসে পড়ার দৃশ্য

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিও আসলে চিনের লিয়াওনিং প্রদেশে বসন্তের সময় পপলার ফুলের 'স্পাইক' ডাল থেকে ঝড়ে পড়ার দৃশ্য।

By - Srijit Das |
Published -  25 March 2023 11:09 AM IST
  • আজতক বাংলা চিনে কেঁচোর বৃষ্টি বলে দেখাল ফুলের মঞ্জরী খসে পড়ার দৃশ্য

    আজতক বাংলা (AajTak Bangla) চিনের বেজিং (Beijing) শহরে সম্প্রতি আকাশ থেকে বৃষ্টির মতো কেঁচো (Worms) পড়েছে বলে ভুয়ো দাবিতে এক ভিডিও তাদের বুলেটিনে সম্প্রচার করে। আচমকা এই কেঁচো বৃষ্টি কেন হয়েছে সেবিষয়ে স্পষ্ট করে না জানাতে পারলেও বিজ্ঞানীদের বক্তব্য দাবি করে আজতক বাংলা জানায়, কেঁচোর ওজন কম হওয়ায় প্রবল হাওয়ায় প্রাণীগুলি উড়ে এসে পড়েছে।

    বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওর দৃশ্য চিনের লিয়াওনিং প্রদেশে বসন্তের সময় (Poplar) পপলার ফুলের 'স্পাইক' (মঞ্জরী) (Spike) ডাল থেকে খসে পড়ার দৃশ্য।

    আজতক বাংলার খবর অনুযায়ী ভিডিওটিতে গাড়ির বনেটের উপর ঝাঁকে ঝাঁকে কেঁচো পড়তে দেখা যায়। ভিডিওটি সম্পর্কে গণমাধ্যমটি বুলেটিনে লেখে, "ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে কেঁচো। এমনই এক ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, রাস্তার উপর সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। আর সেই সাদা গাড়িটি পুরো খয়েরি রঙের কেঁচোর মতো ছোট ছোট পোকায় ভরে গিয়েছে। লোকজন কেঁচোর হাত থেকে বাঁচতে মাথায় ছাতা দিয়ে হাঁটছেন। এই ঘটনা অন্য কোনও জায়গা নয়, খোদ চিনের রাজধানী বেজিংয়ের।"

    এছাড়াও ভিডিওটির বিষয়ে তারা জানায়, "যদিও কেঁচো বৃষ্টি কেন হল তার কারণ স্পষ্ট নয়। বিজ্ঞানীদের মতে, প্রবল বাতাসে ভেসে যাওয়ার পরে পাতলা প্রাণীগুলি কোথাও থেকে পড়ে যায়। এটা তেমনই একটি ঘটনা। নিউ ইয়র্ক পোস্টে জানানো আরও হয়েছে, ঝড়ের পরে যখন পোকামাকড় ঘূর্ণিতে ধরা পড়ে তখন এই ধরণের ঘটনা ঘটতে থাকে।"

    আজতক বাংলার সংবাদ উপস্থাপিকা ভিডিওটি সম্প্রচারের সময় বলেন, "আচ্ছা ধরুন, আপনি এরকম বিকেল বেলায় বেড়িয়েছেন, সঙ্গে রয়েছে আপনার প্রিয় মানুষ। আপনারা ভাবছেন কোথাও একটা ডেট করতে যাবেন। এরকম সময় হালকাভাবে একটু বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিটাকে তো আপনিও এনজয় করবেন, কিন্তু আপনার সঙ্গেও যদি এরকম ঘটনা ঘটে? হঠাৎ করে সেই বৃষ্টির মধ্যে দিয়ে যদি কেঁচো চলে আসে তাহলে আপনি কি করবেন বলুন তো?"

    যদিও তিনি "বৃষ্টির পর, বৃষ্টির সময়ই কেঁচোগুলি ঝরে পড়েছে কিনা" সেই ভিডিওর সত্যতা আজতক বাংলা যাচাই করেনি বলে জানান।

    আজতক বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। নিচে তাদের প্রকাশিত সম্পূর্ণ ভিডিও দেখতে পাওয়া যাবে।

    বুম দেখে ভিডিওটিতে আসলে পপলার ফুল পড়ার ঘটনা দেখতে পাওয়া যায়।

    আরও পড়ুন:কোভিডের টিকা থেকে বিল গেটস মুনাফা অর্জন করেছে অভিযোগের ভিডিওটি ভুয়ো

    তথ্য যাচাই

    বুম বাংলা ভিডিওটির বিষয়ে জানতে টুইটারে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। এর ফলে ১০ মার্চ ২০২৩ তারিখে চিনের সাংবাদিক শেন শিয়াইয়ের করা ভিডিওটির বিষয়ে এক টুইট খুঁজে পাওয়া যায়।

    I'm in Beijing and this video is fake. Beijing hasn't got rainfall these days.

    — Shen Shiwei 沈诗伟 (@shen_shiwei) March 10, 2023

    সাংবাদিক শেন শিয়াই ভিডিওটির ব্যাপারে এমন ভুয়ো দাবি খণ্ডন করে লেখেন, "আমি সম্প্রতি বেজিংয়ে রয়েছি এবং এই ভিডিওটি ভুয়ো। বেজিংয়ে এই কয়েকদিন বৃষ্টিপাত হয়নি।"

    এরপর আমরা চিনা ভাষায় সেদেশের সোশাল মিডিয়া সাইট তথা ডউয়িন (Douyin) এবং উইবোতে (Sina Weibo) ভিডিওটির বিষয়ে খোঁজার চেষ্টা করি। চিনা সংবাদমাধ্যম ডংইয়াং ডেইলি ভিডিওটি গাড়িগুলির উপর পপলার ফুল পড়ার ঘটনা বলে জানায়।

    এছাড়াও এবিষয়ে চিনের সরকারের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয় উত্তরপূর্ব চিনের লিয়াওনিং প্রদেশের ভাইরাল এই ভিডিওতে গাড়িগুলির উপর পপলার ফুল পড়তে দেখা যায়। পপলার ফুলের স্পাইকের (মঞ্জরী) ছবি দেখা যাবে এখানে। বসন্তের সময় এই স্পাইকগুলি ঝড়ে পড়ে।

    আমরা ভাইরাল ভিডিওয় উপস্থিত দৃশ্যের সাথে লিয়াওনিং প্রদেশের গাড়ির নম্বরপ্লেট এবং চিনে এরকমই গাড়ির উপর পুষ্পগুচ্ছ পড়ার ছবি মিলিয়ে তাদের সাদৃশ্য খুঁজে পাই। নিচে সেই তুলনা দেখতে পাওয়া যাবে।


    চিনে যদিও পুষ্পগুচ্ছের পড়ার ঘটনা নতুন নয়। এর আগেও অনেকবার চিনা সংবাদমাধ্যম সেদেশে পুষ্পগুচ্ছের পড়ার ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

    (অতিরিক্ত রিপোর্টিং: সুজিত এ)

    আরও পড়ুন:নোবেল কমিটির যুগ্ম নেতা বলেছেন নরেন্দ্র মোদী শান্তি পুরস্কারের যোগ্য?


    Tags

    Media MisreportingAaj Tak BanglaWorm
    Read Full Article
    Claim :   আজতক বাংলা ভিডিওতে দেখায় চিনের বেজিংয়ে কেঁচোর বৃষ্টি হচ্ছে
    Claimed By :  Aaj Tak Bangla
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!