সীতারাম ইয়েচুরির ভুয়ো উক্তি সমেত ভাইরাল সম্পাদিত এবিপি লাইভের গ্রাফিক
বুম যাচাই করে দেখে ডিজিটাল উপায়ে কারচুপি করে গ্রাফিকটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি বাংলা সংবাদমাধ্যম এবিপি লাইভের (ABP Ananda) প্রতিবেদন দাবি করে এক গ্রাফিক ছবি ছড়ান হয় সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ওই প্রতিবেদনের ছবিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছবি ও মন্তব্যের এক অংশ 'আমরা সবাই এক..' কথাটি তুলে ধরে 'অভিষেকের সমর্থনে সভা করবেন অধীর-সেলিম' শিরোনাম দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে গ্রাফিকটি সম্পাদিত। এবিপি লাইভের আসল প্রতিবেদনে সীতারাম ইয়েচুরির এমন কোনও মন্ত্যব্যের উল্লেখ করা হয়নি।
আগামী ২০২৪ লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, দেশের নামের সাথে মিল রেখে তৈরি হয়েছে 'ইন্ডিয়া' জোট। বিজেপি বিরোধী এই জোটে শামিল হয়েছে কংগ্রেস, সিপিএম এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। সারা দেশে হওয়া নির্বাচনের মুখ চেয়ে জাতীয়স্তরে এক হলেও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাথে বিরোধী দল হিসেবে কংগ্রেস ও সিপিএমের রাজনৈতিক সমীকরণ নিয়ে উঠেছে প্রশ্ন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য, কিছুদিন আগেই মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে গঠিত সমন্বয় কমিটিতে ইয়েচুরির অনুপস্থিতির পেছনে বাংলার রাজনৈতিক চাপ কাজ করেছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়।
এবিপি লাইভের নাম ব্যবহার করে ছড়ান ওই গ্রাফিক ছবিটি পোস্ট করে লেখা হয়, "Breaking News Part 2 জোটের সমণ্বয় কমিটিতে অভিষেক। কারা যেন বলছিলো I.N.D.I.A জটে তৃণমূল নেই"।
গ্রাফিকটি দেখতে ক্লিক করুন এখানে ও তার আর্কাইভ দেখা যাবে এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে ভাইরাল ছবির দাবিমত এবিপি লাইভের প্রকাশিত ওই প্রতিবেদন খোঁজার চেষ্টা করি। তবে আমরা কোথাও সীতারাম ইয়েচুরি সিপিএম নেতা মহম্মদ সেলিম ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন বলে বক্তব্য রেখেছেন বলে প্রতিবেদন খুঁজে পাইনি।
উপরন্তু, আমরা এবিপি আনন্দের ফেসবুক পেজ থেকে সীতারাম ইয়েচুরির 'আমরা সবাই এক..' মন্তব্য সমেত প্রতিবেদনটির এক পোস্ট খুঁজে পাই।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
আমরা দেখতে পাই ওই প্রতিবেদনে রিপোর্ট করা হয়, "পশ্চিমবঙ্গের ধুপগুড়িতে মোদির পাশাপাশি মমতাকেও তোপ দেগেছেন মহম্মদ সেলিম। ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করেছেন তিনি। আর একইদিনে দেশের বিরোধী জোটের ডায়াসে পুরো ছবিটাই আলাদা। মূলত বছর পেরোলেই লোকসভা নির্বাচন। আর তার আগেই বিরোধী ঐক্যের বার্তা দিলেন ইয়েচুরি। 'ইন্ডিয়া'র বৈঠক শেষে মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, 'রাজ্য ভিত্তিক আসন সমঝোতার প্রক্রিয়া শুরু হতে চলেছে। মোটের উপর আমরা সবাই এক, এতে কোনও দ্বিমত নেই।'"
আমরা ভাইরাল ছবির সাথে এবিপি আনন্দের প্রতিবেদনটির মিল লক্ষ্য করি। নিচে তার তুলনা করা হল।
বুম এরপর বিষয়টি সম্বন্ধে নিশ্চিত হতে সিপিএম নেতা মহম্মদ সেলিমের সাথে যোগাযোগ করে। সেলিম আমাদের ভাইরাল দাবি খণ্ডন করে জানান, "দাবিটি ভুয়ো। বিজেপি আতঙ্কিত হওয়ার কারণেই এমন সব কৌশল করছে। বিরোধীদের একজোট হওয়ার ক্ষমতা বাড়ার কারণে বিজেপির আইটি সেল প্রত্যুত্তরে এইসব করছে।"
সিপিএমের ওই নেতা বলেন, "বিজেপি সারা দেশে যা করে তৃণমূল কংগ্রেসও সেই একই জিনিসে বিশ্বাসী। আমরা সমস্ত শক্তিকে একত্রিত করছি যারা তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে কথা বলবে। সিপিআইএম অথবা আমি তৃণমূলের সমর্থনে সমাবেশ করব এমন কোনও সম্ভাবনা নেই। এসব মিথ্যে খবর।"