আগরতলা ফ্লাইওভারে বিশালকার সাপ? না, ভাইরাল ভিডিও AI নির্মিত
বুম দেখে ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে তৈরি করা হয়েছে।



সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রয়োগে তৈরি একটি ফ্লাইওভারের গায়ে এক বিশালাকার সাপ পেচিয়ে থাকার ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভিডিওতে আগরতলার ফ্লাইওভারের (Agartala flyover) ঘটনা দেখা যাচ্ছে।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ভিডিওটি কোনও আসল ঘটনার নয়, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগে তৈরি করা হয়েছে।
ভাইরাল ক্লিপে ফ্লাইওভারের নীচে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়কে ফ্লাইওভারের গায়ে পেচিয়ে থাকা একটি বিশালাকৃতির সাপের ভিডিও করতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ক্লিপটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেছেন, "এটা আগরতলা ফ্লাইওভারের দেখা গেছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: AI দিয়ে তৈরি ভিডিও
বুম দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে আগরতলা ফ্লাইওভারে এইধরণের সাপ দেখতে পাওয়া সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে গুগলে। তবে, সার্চের মাধ্যমে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি।
ভাইরাল ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে সাপটির গঠন এবং নড়াচড়ার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ভিডিওটির স্ক্রিনশট হাইভ মডারেশনে পরীক্ষা করি। হাইভ মডারেশন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কন্টেন্ট যাচাইকারী ওয়েবসাইট।
হাইভ মডারেশনের পরীক্ষা করে জানা যায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। নীচে পরীক্ষার ফলাফল দেখা যাবে।