BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • অমিত শাহ কি ১৯৬০ সালে সর্দার...
ফ্যাক্ট চেক

অমিত শাহ কি ১৯৬০ সালে সর্দার প্যাটেলের সিন্ধু চুক্তির বিরোধিতার কথা বলেছিলেন?

বুম অমিত শাহের বক্তৃতা দেখে নিশ্চিত হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৬০ সালের সিন্ধু চুক্তি নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই তাকে বাধা দেওয়া হয় এবং অন্য একজন সাংসদের উপর নির্ভর করে তিনি সর্দার প্যাটেলের কথা বলেন।

By -  Anmol Alphonso
Published -  1 Aug 2025 6:30 PM IST
  • অমিত শাহ কি ১৯৬০ সালে সর্দার প্যাটেলের সিন্ধু চুক্তির বিরোধিতার কথা বলেছিলেন?
    Listen to this Article

    লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) বক্তৃতার একটি ভিডিও বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করে বলা হয়, তিনি বলেছেন ১৯৫০ সালে মারা যাওয়া সর্দার বল্লভভাই প্যাটেল নাকি ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তির বিরোধিতা করেছিলেন। তবে বুম দেখে শাহকে বক্তৃতার মাঝখানে অজ্ঞাত একজন সংসদ সদস্য বাধা দিয়েছিলেন এবং সেই বাধার জবাবেই প্যাটেলের কথা উল্লেখ করা হয়েছিল, সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনার সময় নয়।

    দাবি: ভিডিওতে দেখা যাচ্ছে শাহ বলছেন ১৯৬০ সালে সর্দার প্যাটেল সিন্ধু চুক্তির বিরোধিতা করেছিলেন

    কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে তার এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি হিন্দি ক্যাপশনসহ পোস্ট করেন, যার বঙ্গানুবাদ - "সংসদে মিথ্যা বলা হয়েছে: ১৯৬০ সালে, সর্দার প্যাটেল প্রতিবাদ করেছিলেন, নিজের গাড়িতে করে এয়ার ইন্ডিয়া রেডিওতে (এআইআর) গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন, যাতে তারা ঘোষণা না করে - অমিত শাহ। সত্যিটা হল: সর্দার প্যাটেল ১৯৫০ সালের ডিসেম্বরে মারা যান।"

    सरदार पटेल जी का निधन 1950 में ही हो गया था

    तो फिर 1960 में सरदार पटेल जी ने विरोध कैसे किया?

    अमित शाह जी आज अपने ही लिखे WhatsApp फॉरवर्ड पढ़ रहे थे

    pic.twitter.com/IK8JwfeAXP

    — Supriya Shrinate (@SupriyaShrinate) July 29, 2025


    আমরা কী পেলাম: ঘটনাক্রমের বিবরণ

    বুম সংসদ টিভিতে ১ ঘন্টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ড ব্যাপী শাহের সম্পূর্ণ ভাষণটি দেখেছিল। সেখানে লক্ষ্য করা যায়, ভাইরাল অংশটি ৪১:৪৭ মিনিটে শুরু হয়।

    ২৯ জুলাই, ২০২৫ তারিখে লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সময় শাহ বলেন, অপারেশন মহাদেবে নিহত তিন সন্ত্রাসবাদী গত ২২ এপ্রিলের পহেলগাম হামলার সাথে যুক্ত। কংগ্রেস দলের কাশ্মীর নীতির সমালোচনা করে তিনি কংগ্রেসেরও সমালোচনা করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বিরুদ্ধে অভিযোগ করে শাহ দাবি করেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অস্তিত্ব নেহরুর প্রতিবেশী দেশের সাথে অকাল যুদ্ধবিরতির সরাসরি ফলাফল।

    এমনকি ৪১:৪৭ থেকে ৪১:৫০ মিনিটের মধ্যে শাহ বলেন, "মান্যবর, ১৯৬০ সালে,", একজন অজ্ঞাত বিরোধী সাংসদ তাকে "সর্দার প্যাটেল .. (স্পষ্ট নয়)" বলে চিৎকার করে থামিয়ে দেন। প্লেব্যাকের গতি ০.৭৫x এ কমিয়ে আনা হলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।

    বাধার জবাবে শাহ বলেন: "সর্দার প্যাটেল প্রতিবাদ করেছিলেন, তিনি নিজের গাড়িতে অল ইন্ডিয়া রেডিওতে (এআইআর) গিয়ে দরজা বন্ধ করে দিয়েছিলেন যাতে তারা ঘোষণা না করে।"

    এরপর তিনি তার কাগজপত্রের দিকে তাকান এবং জীবনবৃত্তান্ত বলেন, “মান্যবর, ১৯৬০ সালে, আমরা সিন্ধু নদীর জল ইস্যুতে ভৌগোলিক এবং কৌশলগতভাবে শক্তিশালী ছিলাম। কিন্তু ওরা কী করেছিল? সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আর ভারতের ৮০% জল পাকিস্তানকে দেওয়া হয়েছিল…” ভারত ও পাকিস্তানের মধ্যে নেহেরুর স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি সম্পর্কে শাহ মন্তব্য করতে থাকেন।

    প্লেব্যাকের গতি কমিয়ে এবং ব্যাকগ্রাউন্ড অডিও বাড়িয়ে এটি যাচাই করা যেতে পারে। নীচে তা দেখতে পাওয়া যাবে।

    সংসদের বাধাসহ বর্ধিত ক্লিপটি (প্রায় ১৫ সেকেন্ড শোনা যাচ্ছে) নীচে দেখা যাচ্ছে, যেখানে স্পষ্ট হয়ে যায় যে শাহ ১৯৪৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ঘোষিত যুদ্ধবিরতির প্রেক্ষাপটে সর্দার প্যাটেলের নাম উচ্চারণ করেছিলেন।

    এই ঘটনাক্রম থেকে প্রমাণিত হয়, শাহ সর্দার প্যাটেল ১৯৬০ সালের সিন্ধু চুক্তির বিরোধিতা করার দাবি করেননি। তিনি অন্য একজন সাংসদের বাধার জবাব দিচ্ছিলেন, এবং তারপর চুক্তি নিয়ে আলোচনা শুরু করেন ও নেহেরুকে দোষারোপ করেন, যার ফলে বিভ্রান্তি দেখা দেয়।

    ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির বিরোধিতা করার জন্য সর্দার প্যাটেলের অল ইন্ডিয়া রেডিওতে যাওয়া সংক্রান্ত শাহের দাবি বুম স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

    অমিত মালব্য বিভ্রান্তিকর দাবি সহ ভিডিও শেয়ার করেছেন

    এমনকি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ভাইরাল ভিডিওটি শেয়ার করে দাবি করেন, শাহ বলেছিলেন যে প্যাটেল ১৯৬০ সালে চুক্তির বিরোধিতা করেছিলেন।

    Union Home Minister Amit Shah:

    “In 1960, despite opposition from Sardar Patel, the Indus Waters Treaty was signed. At a time when India held both geographical and strategic advantage, nearly 80% of our water resources were handed over to Pakistan.”

    He further noted:

    ▪️ In the… pic.twitter.com/xzIrfLiyfw

    — Amit Malviya (@amitmalviya) July 29, 2025


    আরও পড়ুন -বাংলাদেশে মুসলিম খুনের ঘটনাকে হিন্দু বলে রিপোর্ট করল বাংলা সংবাদমাধ্যম


    Tags

    Amit ShahLok SabhaAmit MalviyaJawaharlal Nehru
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করছেন ১৯৬০ সালে সর্দার প্যাটেল সিন্ধু জল চুক্তির বিরোধিতা করেছিলেন
    Claimed By :  Supriya Shrinate, Amit Malviya
    Fact Check :  Misleading
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!