না, আফ্রিদির সঙ্গে সাম্প্রতিক ভারত-পাক খেলা দেখেননি জয় শাহ, অনুরাগ ঠাকুর
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচের যা পহেলগাঁওয়ে জঙ্গি হানার আগে খেলা হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট মাঠে আইসিসি চেয়ারম্যান জয় শাহ (Jay Shah), সাংসদ অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) পাকিস্তানি ক্রিকেটর শহীদ আফ্রিদির (Shahid Afridi) সঙ্গে বসে খেলা দেখার একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভিডিওটি এশিয়া কাপ ২০২৫-এ (Asia Cup 2025) ভারত-পাকিস্তান (India-Pakistan) ম্যাচের।
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক ম্যাচের যা পহেলগাঁওয়ে জঙ্গি হানার আগে খেলা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর, এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ৭ উইকেটে ম্যাচ জিতে ভারতীয় ক্রিকেট দল পহেলগাঁও জঙ্গি হানায় নিহতদের উদ্দেশ্যে তাদের জয়কে উৎসর্গ করে।
ভাইরাল দাবি
আফ্রিদির সঙ্গে জয় শাহ ও অনুরাগ ঠাকুরের ভিডিওটি শেয়ার করে একটি ফেসবুক পেজের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়, "অনুরাগ ঠাকুর, জয় শাহ এবং শহীদ আফ্রিদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখছেন, যেন স্কুলের বন্ধুরা। এই আফ্রিদি ভারত পাকিস্তান যুদ্ধবিরতির পর অর্থাৎ সিজ ফায়ারের পর ভারতীয় সেনাকে ছোটো দেখাতে পাকিস্থানে যে বিজয় মিছিল বেরিয়েছিল তার নেতৃত্বে ছিল এই আফ্রিদি। ধিক্কার জানাই অমিত শাহ কে ধিক্কার জানাই মোদীকে ছিঃ ছিঃ ......."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ফেব্রুয়ারিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ভিডিও: বুম কিওয়ার্ড সার্চের মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর একটি ইনস্টাগ্রাম পোস্টে একই ভিডিও দেখতে পায়। অর্থাৎ, ভিডিওটি সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের নয় এবং ২২ এপ্রিল, ২০২৫-এ পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হানার আগে।
আমরা ভাইরাল ভিডিওর শুরুতে লক্ষ্য করি স্টেডিয়ামে দৃশ্যমান একাধিক বিলবোর্ডে ইংরেজিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Chmpions Trophy 2025) লেখাটি দেখা যায়। অনুসন্ধান করে আমরা দেখি ২৩ ফেব্রুয়ারি, ২০২৫-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মধ্যে খেলা হয়।
২. ঘটনা সংক্রান্ত প্রতিবেদন: এশিয়ানেট নিউজের ২৪ ফেব্রুয়ারি, ২০২৫-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলাকালীন অনুরাগ ঠাকুর ও শহীদ আফ্রিদির দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাশাপাশি দেখা গেছে। ওই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ছয় উইকেটে জয়ী হয়।
এছাড়াও, আমরা এশিয়া কাপে জয় শাহ, অনুরাগ ঠাকুর ও শহীদ আফ্রিদির এক সাথে খেলা দেখা সংক্রান্ত কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাইনি।