না, বাংলাদেশে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো মহিলা হিন্দু ধর্মাবলম্বী নন
বুম বাংলাদেশকে বন্দর থানার পুলিশ নিশ্চিত করে বরিশালে উদ্ধার হওয়া ভুক্তভোগী মারিয়া বেগম একজন মুসলিম।

সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) বরিশালে (Barishal) পলিথিনে মোড়ানো (polythene wrapped) এক মহিলার ছবি সহ পোস্ট শেয়ার করে সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভুয়ো সাম্প্রদায়িক দাবি করেছেন ছবিতে যৌন নির্যাতনের শিকার এক হিন্দু মহিলাকে (Hindu woman) দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভুক্তভোগী মহিলার নাম মারিয়া বেগম এবং তিনি মুসলিম সম্প্রদায়ের। মারিয়া বেগম অপহরণের শিকার হয়েছিলেন।
ভাইরাল দাবি
বাংলাদেশের কুমিল্লায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক মহিলার সাম্প্রতিক ধর্ষণ নিয়ে প্রতিবাদ ও উত্তেজনার মাঝে, বরিশালে পলিথিনে মোড়ানো অবস্থায় এক মহিলাকে উদ্ধার করা হয়। এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল পোস্টটি শেয়ার করে ভুক্তভোগী মহিলাকে হিন্দু হিসাবে দাবি করে ক্যাপশনে লেখেন, "হায়রে বাংলাদেশে হিন্দু মেয়ে হওয়া কি অপরাধ। কুমিল্লার পর এবার বড়িশালে হিন্দু নারীকে ধর্ষণ করে প্ল্যাসটিকে মুরে ফেলে দিল নরপিশাচের দল। কিছুই বলার ভাষা নেই।"
সংবাদমাধ্যম টিভি৯ বাংলাও "হৃৎপিণ্ড ধুকপুক করছে তখনও! ‘ধর্ষণ’ করে, অ্যাসিড ঢেলে, প্লাস্টিকে মুড়ে ফেলে দেওয়া হল হিন্দু মহিলাকে" শিরোনামসহ তাদের ৩০ জুন, ২০২৫-এর প্রতিবেদনে একই দাবি করে। উপরুন্তু, প্রতিবেদনে উল্লেখ করা হয় পুলিশ সুত্রে মহিলার হিন্দু পরিচয় জানা গিয়েছে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
বুম দেখে ভুক্তভোগী মহিলা আদতে মারিয়া বেগম নামক এক মুসলিম নারী। মারিয়া বেগম সংবাদমাধ্যমকে জানান, তার স্বামীর প্রাক্তন স্ত্রীয়ের পরিবারের লোক তাকে অপহরণ করে।
১. ভুক্তভোগী মহিলার পরিচয় ও ঘটনার বিস্তারিত
আমরা ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করে ঘটনা সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পাই। বাংলাদেশী সংবাদমাধ্যম সমকালের ২৯ জুন, ২০২৫-এর রিপোর্ট অনুসারে, ভুক্তভোগী ২৩ বছর বয়সী মারিয়া বেগম। বরিশাল থেকে ভোলা যাওয়ার রাস্তা থেকে মারিয়াকে উদ্ধার করেন স্থানীয় ব্যবসায়ীরা। ভোলায় তার স্বামী মশিউর রহমানের কাছে যাওয়ার পথে নির্যাতনের স্বীকার হন।
এছাড়াও, এখন টিভির ইউটিউব চ্যানেলে ২৯ জুন, ২০২৫-এ প্রকাশিত ভিডিও রিপোর্টে ভুক্তভোগী মারিয়া বেগমের সংবাদমাধ্যমকে দেওয়া বয়ান শোনা যায়। তিন মাসের অন্তঃস্বত্ত্বা মারিয়া বেগম তার স্বামীর প্রাক্তন স্ত্রীয়ের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাকে রাস্তা থেকে অপহরণ করে মারধর করা হয় এবং গায়ে অ্যাসিড জাতীয় তরল ঢেলে হাত-পা বেঁধে, পলিথিনে পেঁচিয়ে রাস্তার ধারে ফেলে দেওয়া হয়।
২. বুম বাংলাদেশকে পুলিশের নিশ্চিতকরণ
বুম বাংলাদেশ মারিয়া বেগমের ধর্মীয় পরিচয় জানতে বরিশালের বন্দর থানার পুলিশ ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করে। তিনি নিশ্চিত করেন বরিশালে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো মহিলার নাম মারিয়া বেগম এবং তিনি মুসলিম ধর্মাবলম্বী।
(অতিরিক্ত রিপোর্টিং: উম্মে আম্মারা ইভা, বুম বাংলাদেশ)