সাকিব আল হাসানের প্রশংসায় পাকিস্তানি ক্রিকেটাররা? ভুয়ো টুইটে ভুয়ো খবর
বুম যাচাই করে দেখে পাকিস্তানি ক্রিকেটার হারিস রউফ ও কামরান আকমলের নামে তৈরি ভুয়ো অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবরটি ছড়াচ্ছে।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে ভুয়াে দাবি করা হচ্ছে পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলের বোলার হারিস রউফ (Haris Rauf) ও প্রাক্তন উইকেট রক্ষক-ব্যাটার কামরান আকমল (Kamran Akmal) টুইট করে বাংলাদেশ (Bangladesh) টেস্ট ও টি২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে (Shakib Al Hasan) টুইট করে প্রশংসা (praised) করেছেন।
বুম যাচাই করে দেখে পাকিস্তানি ওই দুই ক্রিকেটারের হারিস ও আকমল তাদের যাচাই করা টুইটার হ্যান্ডেল থেকে সাকিব সম্পর্কে কোনও টুইট করেননি। ভাইরাল দুই টুইটের উৎস ভুয়ো অ্যাকাউন্ট।
নিউজিল্যান্ডের মাটিতে ৭-১৪ অক্টোবর ২০২২ বাংলাদেশ-পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ৭০ ও ৬৮ রানের দুটি ইনিংস খেলার প্রেক্ষিতে পোস্টটি ছড়ানো হচ্ছে।
ফেসবুক পোস্টে বাংলাদেশি টি ২০ ক্রিকেটার সাকিবের ছবি ব্যবহার করে ক্যাপশন লেখা হয়েছে, "টুইট করে সাকিবকে প্রশংসায় ভাসালেন দুই পাকিস্তানি। হারিস: "যদি সাকিব আর ১৫০ কিলো পশ্চিমে(ওপার বাংলা কলকাতা) জন্মগ্রহন করতো তাহলে সাকিব হতো মর্ডান ক্রিকেটের সব থেকে হাইপ ও আলোচিত খেলোয়াড়।" কামরান আকমালঃ "বিশ্ব ক্রিকেটে সাকিব সব থেকে আন্ডাররেটেড অলরাউন্ডার। সবাই স্টোকস এবং জাদেজার কথা বলে। কিন্তু আমি অনুভব করি সাকিব তাদের দুইজনের থেকে ব্যাটার।" (ক্যাপশন অপরিবর্তিত)
বুম দেখে একই দাবি সহ ফেসবুকে পোস্ট ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে আজানের দৃশ্য দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও
তথ্য যাচাই
বুম হারিস রউফের টুইটের সত্যতা জানতে তাঁর যাচাই করা অ্যাকাউন্টের টুইট খতিয়ে দেখে। টুইটে তাঁর বক্তব্য বলে দাবি করা বক্তব্যের ইংরেজি অনুবাদ বুম রউফের টুইটার (@HarisRauf14) অ্যাকাউন্টে সংশ্লিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে অ্যাডভান্সড সার্চ করে সাকিব সংক্রান্ত কোনও টুইট খুঁজে পায়নি।
বুম একাইভাবে কামরান আকমাল এর যাচাই করা টুইটার অ্যাকাউন্টে (@KamiAkmal23) সংশ্লিষ্ট কিওয়ার্ড ব্যবহার করে অ্যাডভান্সড সার্চ করে সাকিব সম্পর্কে কোনও টুইট খুঁজে পায়নি।
ভুয়ো টুইটের উৎস
আমরা একইভাবে ভাইরাল পোস্টে বলা বক্তব্যের অনুবাদের শব্দ অ্যাডভান্সড সার্চ করে দেখি "@shaheens_era" নামের একটি অ্যাকাউন্ট থেকে ১৩ অক্টোবর ২০২২ একই বক্তব্য ইংরেজিতে টুইট করা হয়। ভাইরাল পোস্টে বলা বক্তব্যের সঙ্গে এই টুইটটির অনুবাদের অর্থ একই।
আর্কাইভ টুইটটি দেখুন এখানে।
এই প্রোফাইলে হারিস নাম লেখা ও ছবি থাকলেও সেটি হারিসের আসল অ্যাকাউন্ট নয়। নিচে আসল ও ভুয়ো অ্যাকাউন্টের তুলনা দেওয়া হল।
এরপর আমরা একইভাবে ভাইরাল পোস্টে বলা আকমলের টুইট বক্তব্যের অনুবাদের শব্দ অ্যাডভান্সড সার্চ করে দেখি কামরান এর নামে তৈরি "@Kami_hun_yar" ভুয়ো অ্যাকাউন্ট থেকে ১৩ অক্টোবর ২০২২ ওই বক্তব্য টুইট করা হয়। আর্কাইভ টুইটটি দেখুন এখানে।
নিচে আসল ও ভুয়ো অ্যাকাউন্টের তুলনা দেওয়া হল।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতে প্রধান বিচারপতি দলবীর ভাণ্ডারি ভুয়ো দাবি ফের ছড়াল