নারী নিগ্রহ করছেন বাংলাদেশের চিন্ময়কৃষ্ণ দাস? ভাইরাল অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওতে রাজস্থানের পুরোহিত বাবা বালকনাথকে দেখা যায়, বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নয়।
একটি গাড়ির ভেতর এক গেরুয়াধারী ব্যক্তির একজন মহিলাকে যৌন হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ব্যবহারকারীদের একাংশ দাবি করেছেন ভাইরাল ভিডিওতে বাংলাদেশে (Bangladesh) ধৃত হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das) দেখা যাচ্ছে। ভাইরাল ভিডিওতে হিন্দিতে কথোপকথন শোনা যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওতে রাজস্থানের সিকারের একটি মন্দিরের পুরোহিত বাবা বালকনাথকে দেখা যায়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ার পর বাবা বালকনাথের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানান নিপীড়িত মহিলা।
বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ নভেম্বর, ২০২৪-এ গ্রেফতার হন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, তার গ্রেফতারির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিবাদ করছে বাংলাদেশী হিন্দুরা। বাংলাদেশ ইসকনের পরিচিত নেতা চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটেরও মুখপাত্র। ২৯ নভেম্বর ইসকনের পক্ষ থেকে নতুন একটি বিবৃতিতে স্পষ্ট করা হয় চিন্ময়কৃষ্ণ দাস বর্তমানে ইসকনের সদস্য নন, তবে "বাংলাদেশে হিন্দুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য তাঁর প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন।"
এক মিনিটের ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লেখেন, "তোদের প্রভু__ইসকন নেতা চিন্ময় দাসের চরিত্র ফুলের মত পবিত্র।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ভিডিওর গেরুয়াধারী রাজস্থানের বাবা বালকনাথ, বাংলাদেশের চিন্ময়কৃষ্ণ দাস নয়
বুম ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে যা আমাদের নিউজি বাইটস নামক একটি ইনস্টাগ্রাম পেজে নিয়ে যায়।
ওই পেজে আমরা দেখি অক্টোবর ২০, ২০২৪-এ একই ভিডিও আপলোড করে ক্যাপশনে জানানো হয় ভিডিওতে রাজস্থানের সিকারে একটি গাড়ির মধ্যে বাবা বালকনাথকে একজন মহিলা ভক্তের উপর যৌন নিগ্রহ করতে দেখা যায়। দেখুন এখানে।
বাবা বালকনাথের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে আমরা ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে ভাইরাল ভিডিওর দৃশ্যসহ একাধিক ভিডিও প্রতিবেদন দেখতে পাই। এবিপি লাইভের ইউটিউব চ্যানেলে ২০ অক্টোবরে আপলোড করা প্রতিবেদন থেকে জানা যায় এক ছাত্রী বাবা বালকনাথের কাছে সাহাজ্যের জন্য গেলে তাকে মাদক মেশানো প্রসাদ খাইয়ে মেয়েটির উপর যৌন হেনস্থা ও ধর্ষণ করে বাবা বালকনাথ ও তার সহকারীরা।
২৩ অক্টোবর, ২০২৪-এর এই সময়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের ক্ষেত্রপাল মন্দিরে বাবা বালকনাথের সঙ্গে নিপীড়িত মহিলার পরিচয় করিয়ে দেয় রাজেশ নামক এক ব্যক্তি। ওই মহিলা অভিযোগ করেন তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন বাবা বালকনাথ এবং গাড়িতে তাকে মাদকাসক্ত প্রসাদ খাইয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এই ঘটনার ভিডিও করে গাড়িচালক যোগেশ।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, "এই ঘটনার পর থেকে হেনস্থার শিকার হন তিনি। তাঁকে বার বার মন্দিরে ডেকে পাঠান বাবা বালকনাথ। যেতে না চাইলে তাঁর ধর্ষণের ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দেন। পুলিশে খবর দিলে ফল ভালো হবে না বলে শাসানোও হয়।" প্রতিবেদনটি দেখুন এখানে।
জি নিউজের ২০ অক্টোবরের প্রতিবেদন থেকে জানা যায়, নিগ্রহের শিকার কলেজ পড়ুয়া ওই ছাত্রী উদ্যোগ নগর পুলিশ স্টেশনে বাবা বালকনাথ ও আরও দুজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।