বাংলাদেশে স্কুলছাত্রী খুনের ঘটনায় ভুয়ো সাম্প্রদায়িক দাবি জড়িয়ে ভাইরাল পোস্ট
বুম দেখে বাংলাদেশে স্কুলছাত্রী ফাতেমা আক্তার নীলির খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তির পুরো নাম মহম্মদ মিলন মল্লিক এবং তারা দুজনেই মুসলিম।

বাংলাদেশে (Bangladesh) এক স্কুলছাত্রী (school student) খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিলন মল্লিক (Milan Mallik) নামের এক হিন্দু (Hindu) যুবক বলে ভুয়ো সাম্প্রদায়িক (communal) দাবি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি। ভাইরাল পোস্টে ব্যবহারকারীরা ভুক্তভোগী ছাত্রী এবং অভিযুক্তের ছবিও শেয়ার করেছেন।
বুম যাচাই করে দেখে বাংলাদেশের বনশ্রী এলাকায় ফাতেমা আক্তার নীলির খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তির পুরো নাম মহম্মদ মিলন মল্লিক এবং দুজনেই ইসলাম ধর্মাবলম্বী। এই ঘটনার কোনও সাম্প্রদায়িক দিক নেই।
ভাইরাল দাবি
একটি ফেসবুক পেজের তরফ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়, "বাংলাদেশে মুসলিম মা-বোনেরা নিরাপদ হবে কবে??? ঢাকায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ম শ্রেনীর ছাত্রীকে গলা কেটে হ*ত্যা করেছে মিলন মল্লিক নামের এক হিন্দু ভাগওয়া যুবক। এদিকে এই ঘটনায় সবগুলা নিউজ চ্যানেলে খুনির নাম এসেছে "মিলন।" মল্লিক শব্দটা কেউ উল্লেখ করে নি..."
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তি মুসলিম:
বুম সম্পর্কিত কিওয়ার্ড সার্চের মাধ্যমে আলোচ্য ঘটনা সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। আমরা বাংলাদেশি সংবাদমাধ্যম সময় নিউজের ১২ জানুয়ারি, ২০২৬-এর প্রতিবেদনে অভিযুক্তের একই ছবি দেখতে পাই যা ভাইরাল পোস্টেও অন্তর্ভুক্ত। প্রতিবেদনে অভিযুক্তের পুরো নাম মহম্মদ মিলন মল্লিক বলে উল্লেখ করা হয়েছে। মহম্মদ মিলন মল্লিক ভুক্তভোগী ফাতেমা আক্তারের বাবার রেস্তরাঁর এক কর্মী ছিলেন।
যুগান্তরের ১৩ জানুয়ারি, ২০২৬-এর প্রতিবেদন থেকে জানা যায়, মিলনকে বাগেরহাট এলাকা থেকে গ্রেফতার করে র্যাব এবং তিনি বাগেরহাটের মান্ডা বাঁশখালী এলাকার সেকেন্দার মল্লিকের ছেলে।
আমরা অনুসন্ধানের মাধ্যমে বাংলাদেশের সংবাদমাধ্যম জিএস নিউজ বিডির ১২ জানুয়ারি, ২০২৬-এর ফেসবুক পোস্টে ঢাকার বনশ্রী এলাকায় স্কুলছাত্রী খুনের ঘটনা সংক্রান্ত র্যাবের সংবাদ সম্মেলনের একটি ভিডিও দেখতে পাই। ভিডিও থেকে জানা যায়, ফাতেমা আক্তার নীলিকে অনৈতিক প্রস্তাব দিতেন অভিযুক্ত মহম্মদ মিলন মল্লিক। ভুক্তভোগী তার প্রস্তাব প্রত্যাখান করায়, প্রতিশোধ পরায়ণ হয়ে গত ১০ জানুয়ারি নীলিকে হত্যা করে মহম্মদ মিলন মল্লিক। সংবাদ সম্মেলনে র্যাবের তরফে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মহম্মদ মিলন মল্লিক।
আমাদের অনুসন্ধান থেকে বোঝা যায়, অভিযুক্ত মিলন মল্লিক মুসলিম, হিন্দু নন।
২. বাংলাদেশ পুলিশের তরফে নিশ্চিতকরণ: বুম বাংলাদেশ খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে অভিযুক্তের ধর্মীয় পরিচয়ের বিষয়ে যোগাযোগ করে। তিনি নিশ্চিত করেন, অভিযুক্ত মিলন মল্লিক মুসলিম সম্প্রদায়ের।
(অতিরিক্ত রিপোর্টিং: তৌসিফ আকবর, বুম বাংলাদেশ )







