বাংলাদেশ: ডাঃ তাসনিম জারার ভাইরাল হাফপ্যান্ট পরা ছবি সম্পাদিত
বুম দেখে তাসনিম জারা ও ফারিহা নিশাত নামক এক বাংলাদেশী নাগরিকের একটি ভিন্ন ছবিকে সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশী (Bangladesh) নেটপ্রভাবি ডাক্তার ও রাজনীতিবিদ তাসনিম জারার (Tasnim Jara) অন্য এক মহিলার সঙ্গে একটি হাফপ্যান্ট (halfpant) পরিহিত ভুয়ো ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি।
বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি তাসনিম জারার ফারিহা নিশাত নামের এক বাংলাদেশী নাগরিকের সঙ্গে তোলা একটি পুরনো ছবিকে সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
ভাইরাল দাবি
ভাইরাল ছবিতে তাসনিম জারার পরনে লাল রঙের একটি টিশার্ট, কালো হাফপ্যান্টের সঙ্গে গলায় একটি ওড়না দেখা যায় এবং তার সঙ্গের মেয়েটির মাথায় হিজাব থাকলেও পরনে হাফপ্যান্ট দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "***জাহান্নামে যাক মাথা ডা জান্নাতে গেলেই চলবে।" মগবাজার নামক একটি ফেসবুক পেজ ছবিটি পোস্ট করে লেখে, "এনসিপি আর জামাত ভবিষ্যতে একজোট হয়ে ক্ষমতায় যাবে। তাই ছাত্রী সংস্থার আপুর কাছে দিক্ষা নিলাম কিভাবে পর্দা করতে হবে। আপুর সাথে ক্যামেরাবন্দি হলাম। ডা. তাসনিম ** মাল্টিপ্লাগ অ্যাসোসিয়েশন।"
অনুসন্ধানে আমরা কী পেলাম
বুম দেখে তাসনিম জারার একটি পুরোনো ছবিকে সম্পাদনা করে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে। আসল ছবিতে তাসনিম জারা বা তার সঙ্গে থাকা মেয়েটির কেউই হাফপ্যান্ট পড়ে ছিলেন না।
১. ভাইরাল ছবি ভুয়ো জানালেন তাসনিম জারা
আমরা ভাইরাল দাবিটি যাচাই করতে প্রথমে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা ফারিহা নিশাত নামের এক বাংলাদেশী নাগরিক ও ফেসবুক ব্যবহারকারীর পেজে ৩ জুলাই, ২০২৫-এর একটি পোস্টে ছবিটি দেখতে পাই। ওই পোস্টে তিনি ভাইরাল ছবিটির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করে জানান ভাইরাল ছবি তাসনিম জারার সঙ্গে তার পূর্বে তোলা একটি ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা মারফত বিকৃত করে বানানো হয়েছে। তাসনিম জারার সঙ্গে আসল ছবিটি ফারিহা নিশাত তার ফেসবুক পেজে ২৭ মে, ২০২৫-এ পোস্ট করেছিলেন।
এরপর, আমরা ফেসবুকে কিওয়ার্ড সার্চের মাধ্যমে ভাইরাল ছবিটি সম্পর্কে তাসনিম জারার গত ৬ জুলাইয়ের একটি পোস্ট পাই যেখানে তিনি ছবিটি সম্ভবত এআই দ্বারা সম্পাদিত বলে জানিয়েছেন। তার পোস্টে জারা দুটি বাংলাদেশী গণমাধ্যম আওয়ামী লীগ দ্বারা প্রভাবিত হয়ে বিকৃত ছবিটি প্রকাশ করেছে বলে অভিযোগ করেন।
২. ভাইরাল ছবিতে একাধিক অসঙ্গতি
বুম ভাইরাল ছবিটি খতিয়ে দেখে সেটিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করে যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্পাদিত ছবিগুলিতে দেখা যায়। যেমন, ছবিতে দুজন মহিলার একে অপরের কাঁধে রাখা হাতের আঙুলগুলি বিকৃত, ছবিতে পিছনে দাঁড়ানো দুজন ব্যক্তির মধ্যে একজনের হাত অসম্পূর্ণ। এছাড়াও, ভাইরাল ছবিতে তাসনিম জারার পায়ের গঠন অস্বাভাবিক। নীচে আসল ছবির সঙ্গে ভাইরাল ছবির একটি তুলনা দেখা যাবে যেখানে অসঙ্গতিগুলি তুলে ধরা হয়েছে।

৩. কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা
আমরা ছবিটি সম্পাদনা করতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে কিনা যাচাই করতে ভাইরাল ছবিটিকে হাইভ মডারেশন, ওয়াজ ইট এআই, এআই অর নট-এর মতো একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী ওয়েবসাইটে পরীক্ষা করি। তবে, প্রত্যেকটি ওয়েবসাইটই ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নেই বলে জানিয়েছে।