না, লিওনেল মেসির ছবি সহ ১,০০০ পেসোর নোট ছাপছে না আর্জেন্টিনা
বুম বিসিআরএ-এর সিনিয়র ম্যানেজার কমিউনিকেশন ফার্নান্ডো অ্যালোনসোর সঙ্গে কথা বললে তিনি এই দাবি ভুয়ো বলে উড়িয়ে দেন।
ভাইরাল পোস্টে মিথ্যে দাবি করা হয়েছে যে, ফুটবল তারকা লিওনেল মেসির (Lionel Messi) মুখের ছবি দিয়ে নতুন নোট বার করতে চলেছে আর্জেন্টিনা (Argentina)। বুম দেখে দবিটি মিথ্যে এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাঙ্ক ব্যাঙ্কো সেন্ট্রাল ডি লা রিপাবলিকা আর্জেন্টিনার (বিসিআরএ) একজন মুখপাত্রের সঙ্গে কথা বলে বুম। তিনি বলেন, মেসিকে সম্মান জানানোর জন্য ওই রকম নোট ছাপার কোনও পরিকল্পনা নেই।
এক দিকে মেসির মুখ আর উল্টো দিকে ফিফার বিশ্বকাপ হাতে বিজয়ী আর্জেন্টিনা দলের ছবি বসানো ১,০০০ আর্জেন্টিনা পেসোর একটি তৈরি করা ছবি সমেত এই দাবিটি শেয়ার করা হচ্ছে।
১৮ ডিসেম্বর, এক রুদ্ধশ্বাস ম্যাচে, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারায় এবং ৩৬ বছর পর, তৃতীয় বারের জন্য আর্জেন্টিনা ট্রফিটি জিতে নেয়।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম 'এল ফাইন্যানসেরিও'র খবরের কথা উল্লেখ করে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম ও ইনস্টাগ্র্যাম অ্যাকাউন্ট দাবিটি নিয়ে খবর করে। এটা ঠিকই যে, এল ফাইন্যানসেরিও এ বিষয়ে একটি রিপোর্ট লেখে। কিন্তু তাতে আরও বলা হয় যে, মেসির ছবি সমেত ১,০০০ পেসোর প্রস্তাবটা মজা করে দেওয়া হয়। কিন্তু এল ফাইন্যানসেরিওর এই ব্যাখ্যাটি সংবাদ মাধ্যমগুলি বাদ দিয়ে দেয় এই মনে করে যে, ভাইরাল দাবিটি আসলে সত্য।
ভারতের খেলা সংক্রান্ত সংবাদ মাধ্যম 'স্পোটর্সকিডা' রিপোর্টটি প্রকাশ করে, কিন্ত প্রস্তাবটি যে মজা করে দেওয়া হয়েছিল, সেই তথ্যটি গোপন করে।
আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে যে, নোটগুলি ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়ে গেছে। একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "তাঁর সই সহ মেসি'র ছবি দিয়ে, বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে আর্জেন্টিনা ১,০০০ পেসোর নোট প্রকাশ করেছে।"
দেখার জন্য এখানে ক্লিক করুন।
একই ক্যাপশন সহ পোস্টটি টুইটারেও ভাইরাল হয়েছে।
দেখার জন্য এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে, ছবিটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে। জানা গেছে, ওই রকম কোনও নোট বিসিআরএ ছাপেনি এবং ছাপার কোনও পরিকল্পনাও নেই তাদের।
বিসিআরএ'র জনসংযোগ ও গোষ্ঠী সম্পর্কের (কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি রিলেশন্স) সিনিয়র ম্যানেজার ফার্নান্ডো অ্যালোনসোর সঙ্গে যোগাযোগ করে বুম। তিনি দাবিটি উড়িয়ে দিয়ে বলেন সেটি "মিথ্যে"।
বুমকে অ্যালোনসো বলেন, "এতে কোনও সত্যতা নেই। সে রকম কোনও পরিকল্পনাও নেই।"
এরপর আমরা এল ফাইন্যানসিয়েরো-তে প্রকাশিত লেখাটি দেখি ও সেটিকে স্প্যানিশ ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করি। সেই অনুবাদ থেকে জানা যায় যে, লেখাটির শিরোনামে বলা হয়েছে, "আর্জেন্টিনার ট্রফি জেতার জন্য এবার কি আমরা মেসির মুখের ছবি বসানো ১,০০০ পেসোর নোট দেখব?" লেখাটিতে আর্জেন্টিনার ফিফা বিশ্বকাপ জেতার কথা বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, ১৯৭৮-এ প্রথমবার বিশ্বকাপ জেতার পর, স্মারক মুদ্রা বার করা হয়েছিল।
এরপর লেখাটিতে বলা হয় যে, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাঙ্কের সদস্যরা "ঠাট্টা করে" বলেন যে, লিওনেল মেসির মুখের ছবি বসানো ১,০০০ পেসো'র নোট আনা যেতে পারে। কারণ, "সংখ্যাটা '১০' দিয়ে শুরু হওয়াটা কর্মকর্তাদের পক্ষে খুবই জরুরি।"
লেখাটিতে বলা হয়, "আপনি অন্য কিছু মনে করার আগে, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাঙ্কের সদস্যরা 'ঠাট্টা করে' এই বিকল্পটি প্রস্তাব করেন। বোকা জুনিয়র-এর সমর্থক লিসান্ড্রো ক্লেরি ও ইন্ডিপেন্ডিয়েডিন্টে-র সমর্থক এডওয়ার্ডো হেকার ডিরেক্টরদের মধ্যে সবচেয়ে উৎসাহী ছিলেন। তাঁরা মনে করেন, ওই ডিজাইনের ব্যাঙ্ক নোট আর্জেন্টিনীয়দের যৌথ চেতনাকে উদ্বুদ্ধ করবে।"
আর্জেন্টিনার তথ্য-যাচাই সংস্থা চেকুয়েডো-র একটি লেখা আমরা দেখতে পাই। সেটি এই দাবিটিকে খণ্ডন করে। বিসিআরএ-র প্রেস টিমের এক সদস্যকে উদ্ধৃত করা হয় লেখায়। তিনি বলেন, "মেসির সম্মানে ১,০০০ পেসোর নোট বার করার প্রস্তাব সম্পর্কে আমাদের কাছে কোনও খবর নেই"।
তাছাড়া, 'ব্লুমবার্গ লিনিয়া'য় প্রকাশিত একটি রিপোর্টে আর্জেন্টিনার টাঁকশাল কাসা ডি লা মনেডা'র এক মুখপাত্রকে উদ্ধৃত করা হয়। উনি ভাইরাল দাবিটি খণ্ডন করেন এবং সেটি যে অনলাইনে প্রচারিত হচ্ছে তা জেনে "বিস্ময়" প্রকাশ করেন।
আমরা বিসিআরএর ওয়েবসাইটটিও দেখি। সেখান থেকে জানা যায় যে, ১,০০০ পেসোর নোট ডিসেম্বর ২০১৭তে শেষ বার প্রকাশ করা হয়। ওয়েবসাইটে বলা হয়, সেই নোটে আর্জেন্টিনার জাতীয় পাখি রুফস হর্নেরোর ছবি ছিল। "আর্জেন্টিনার স্থানীয় প্রাণীদের ওপর" ছয়টি নোটের এক সিরিজের মধ্যে সেটি ছিল চার নম্বর।
ওই নোট সম্পর্কে আরও জানা যাবে এই ভিডিওতে।