বিহারে বিজেপি নেতাদের উপর হামলা বলে ছড়াল উত্তরপ্রদেশের অসম্পর্কিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওয় অগাস্ট, ২০২৫-এ রায়বরেলীতে আরএসএসপি নেতা স্বামী প্রসাদ মৌর্যর হামলাকারীকে মারধর করার দৃশ্য দেখা যাচ্ছে।

বিহারে (Bihar) সাধারণ জনগণের নির্বাচনী প্রচারে আসা বিজেপি (BJP) নেতাদের উপর হামলার ভুয়ো দাবিতে অনেকে মিলে এক ব্যক্তিকে মারধর করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সম্প্রতি।
বুম দেখে ভাইরাল ভিডিও ২০২৫ সালের অগাস্ট মাসে উত্তরপ্রদেশে আরএসএসপি নেতা স্বামী প্রসাদ মৌর্যর উপর হামলার সঙ্গে জড়িত। ভিডিওয় মৌর্যর সমর্থকদের তার উপর হামলাকারী এক ব্যক্তিকে মারধর করতে দেখা যায়।
ভাইরাল দাবি
বিহারে বিজেপি নেতারা সাম্প্রদায়িক বিষয় নিয়ে রাজনীতি করতে গিয়ে জনতার হাতে আক্রান্ত হয়েছে দাবিতে ছড়ায় উক্ত ভিডিওটি। এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতারা জাত ধর্ম নিয়ে বোঝাতে গিয়েছিলো, জনগণ বুঝিয়ে দিয়েছে জামাই আদর করে ধর্মের নামে রাজনীতি কারবারিদের এবার সারা দেশে এরকম মডেল চলবে। ভণ্ড অন্ধ ভক্তরা এবার সাবধান।”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. উত্তরপ্রদেশের ভিডিও: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ৬ অগাস্ট, ২০২৫-এর একটি এক্স পোস্ট পাই যেখানে ভাইরাল ভিডিওর অনুরূপ অংশ দেখা যায়। পোস্টের ক্যাপশন অনুসারে, ভিডিওয় স্বামী প্রসাদ মৌর্যর উপর হামলার দৃশ্য দেখা যায়। ওই ভিডিওয় আমরা ভারত সমাচার নামক উত্তরপ্রদেশের একটি স্থানীয় গণমাধ্যমের লোগো দেখতে পাই।
আমরা অনুসন্ধানের মাধ্যমে, ভারত সমাচার টিভির অফিসিয়াল ফেসবুক পেজে ৬ অগাস্ট, ২০২৫-এ আপলোড করা ভাইরাল ভিডিওর একটি দীর্ঘতর এবং স্পষ্ট সংস্করণ দেখতে পাই। ক্যাপশন অনুযায়ী ঘটনাটি উত্তরপ্রদেশের রায়বরেলীর।
২. ঘটনা সংক্রান্ত প্রতিবেদন: আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যর উপর হামলা সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন পাই। এনডিটিভি ইন্ডিয়ার ৬ অগাস্ট, ২০২৫-এর প্রতিবেদন জানায়, রায়বরেলীতে একটি প্রোগ্রামে আসা মৌর্যকে যখন দলীয় কর্মীরা স্বাগত জানাচ্ছিলেন সেসময় মালা দেওয়ার ছলে পিছন থেকে মৌর্যকে চড় মারেন এক ব্যক্তি। মৌর্যর সমর্থকরা হামলাকারী এবং তার সঙ্গীকে ধরে ফেলে মারধর করে। হামলাকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তদন্তে জানা যায় তার করণী সেনার সদস্য।







