বিহার নির্বাচনে এক নির্দল প্রার্থী শূন্য ভোট পেয়েছেন? না, ভাইরাল দাবি ভুয়ো
বুম দেখে ভাইরাল ভিডিওটি বিহারের লালগঞ্জের আরজেডি প্রার্থী শিবানী শুক্লর, তিনি ৯৫,৪৮৩টি ভোট পেয়েছেন। এছাড়া, কোনও প্রার্থীই শূন্য ভোট পাননি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওয় দেখা যায় সংবাদমাধ্যমকে এক মহিলা ভেবে দেখতে বলছেন কোনও নির্দল প্রার্থী যদি শূন্য ভোট পায়, তার মানে কি সেই প্রার্থী নিজেও নিজেকে ভোট দেননি। এই ভিডিওটি ব্যবহারকারীরা শেয়ার করে ভুয়ো দাবি করেছেন ভিডিওর মহিলা সম্প্রতি সমাপ্ত বিহার (Bihar) বিধানসভা নির্বাচনের (assembly election) একজন নির্দল প্রার্থী (independent candidate) যিনি শূন্য ভোট (zero vote) পেয়েছেন।
বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো, ভাইরাল ভিডিওর মহিলা আদতে আরজেডি প্রার্থী শিবানী শুক্ল যিনি ৯৫,৪৮৩ ভোট পেয়েছেন। এছাড়াও, আমরা দেখি বিহার বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থীই শূন্য ভোট পাননি।
দাবি
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "ইনি বিহারের নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। মজার বিষয় হলো নিজের ভোটটাও পাননি। শূন্য ভোট পেয়েছেন। এতো দিনে পরিস্কার হলো সত্যিই বিহারে স্বচ্ছ ভোট হয়েছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি আরজেডি প্রার্থী শিবানী শুক্লর: বুম অনুসন্ধানে দেখে ভাইরাল ভিডিওর মহিলা বিহারের লালগঞ্জের আরজেডি প্রার্থী শিবানী শুক্ল। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুসারে, তিনি ৯৫,৪৮৩ ভোট পেয়েছেন এবং একই আসনে বিজেপি প্রার্থী সঞ্জয় কুমার সিংহ ১২,৭৬৫০টি ভোট পেয়ে জয়লাভ করেছেন।
লালগঞ্জ আসন থেকে মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৪ জন নির্দল প্রার্থী ছিলেন। এই আসনে নির্দল প্রার্থীদের মধ্যে ৪৬১টি ভোট পেয়ছেন অখিলেশ কুমার যা সবচেয়ে কম।
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ের পর, ১৭ নভেম্বর, ২০২৫-এ আরজেডি একটি সমীক্ষা বৈঠকের আয়োজন করে। সমীক্ষা বৈঠকের পর, শিবানী শুক্ল সংবাদমাধ্যমের সামনে ভাইরাল উক্তিটি করেন। ফার্স্ট বিহার ঝাড়খণ্ড নিউজ তাদের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিওটি পোস্ট করে। আর্কাইভ দেখুন এখানে।
২. বিহার নির্বাচনে কোনও প্রার্থী শূন্য ভোট পাননি: আমরা কোনও প্রার্থী নির্বাচনে শূন্য ভোট পেয়েছে কিনা যাচাই করে দেখতে প্রথমে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করি। তবে, ভাইরাল দাবি সমর্থন করে এমন কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি। এরপর, আমরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিহারের সকল ২৪৩টি আসনের ফলাফল দেখি। আমরা দেখি কোনও আসনে কোনও প্রার্থী শূন্য ভোট পাননি।
আমরা দেখি গয়া টাউনের নির্দল প্রার্থী শিবম কুমার সবচেয়ে কম ভোট পেয়েছন— ৯০ ভোট। এছাড়া, সমাজবাদী লোক পরিষদের প্রার্থী মুন্না কুমার ৯৮টি ভোট পেয়েছেন।






