বিহারে বিজেপির উপর জনতার আক্রোশ বলে ভাইরাল তেলেঙ্গানার ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি তেলেঙ্গানার জনগাঁওয়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভিআরএস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন সেটিতে বিহারের (Bihar) জনগণকে বিজেপি কর্মীদের (BJP workers) মারধর করতে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ৯ ফেব্রুয়ারি ২০২২-এ তেলেঙ্গানার জনগাঁওয়ে ভারত রাষ্ট্র সমিতির (ভিআরএস) আয়োজিত বিজেপি বিরোধী বিক্ষোভের যেখানে ভিআরএস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ লাগে।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় গলায় গোলাপি গামছা প্যাঁচানো একদল লোককে অন্য আরেক দলকে লাঠি দিয়ে মারধর করতে দেখা যায়। এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “বিহারে বিজেপিকে পালিশ জনতার!!!”
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. তেলেঙ্গানার পুরনো ভিডিও: আমরা ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে ১১ ফেব্রুয়ারি, ২০২২-এর একটি এক্স পোস্টে ভিডিওটির দীর্ঘতর সংস্করণ পাই। ভিডিওর তামিল ক্যাপশন অনুসারে, “তেলেঙ্গানার পরবর্তী ঘটনা পার্ট- ২।” (অনূদিত) ওই পোস্টে এক ব্যবহারকারী তামিলে মন্তব্য করেন, "এইভাবে মানুষের মধ্যে রাও পার্টির প্রতি ঘৃণা সৃষ্টি হবে এবং বিজেপিকে অধিক সংখ্যায় ভোট পেতে সাহায্য করবে।" (অনূদিত)
এর থেকে ভিডিওটি তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির (পূর্বে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি) সঙ্গে জড়িত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যায়।
২. জনগাঁওয়ে ভিআরএস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ: আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে আমরা ১০ ফেব্রুয়ারি, ২০২২-এ ভাইরাল দৃশ্যসহ প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনও পাই। প্রতিবেদন অনুযায়ী, তেলেঙ্গানা রাজ্যের গঠন নিয়ে ৮ ফেব্রুয়ারি, ২০২২-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যসভায় করা মন্তব্যের প্রতিবাদে তেলেঙ্গানার সেসময়ের শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্র সমিতি) প্রধানমন্ত্রী এবং বিজেপির বিরুদ্ধে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় বিক্ষোভ করে। তেলেঙ্গানার জনগাঁওয়ে ভারত রাষ্ট্র সমিতির কর্মীরা প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করার সময় বিজেপি কর্মীরা প্রতিবাদ করলে দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় যা ভাইরাল ভিডিওয় দৃশ্যমান।
তেলেঙ্গানার গণমাধ্যম এনটিভি তেলেগু এই বিক্ষোভ এবং ভিআরএস-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ সেসময় সরাসরি সম্প্রচার করে।
৩. কী বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে রাজ্যসভায় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ নিয়ে বক্তব্য রাখার সময় তেলেঙ্গানার বিভাজন প্রক্রিয়া এবং ইউপিএ-২ সরকারের উপর প্রশ্ন তুলেছিলেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধেই তেলেঙ্গানায় প্রতিবাদ হয়েছিল।