মোদীর বিদেশ সফর নিয়ে অসন্তুষ্ট অরুণ গোভিল দাবিতে ছড়াল সম্পাদিত ভিডিও
বুম দেখে ভাইরাল ভিডিওটি অসম্পূর্ণ। বিজেপি সাংসদ অরুণ গোভিল আসলে সংসদে বিরোধী পক্ষের আচরণ সম্পর্কে মন্তব্যটি করেন।

সম্প্রতি বিজেপি (BJP) সাংসদ (MP) অরুণ গোভিলের (Arun Govil) একটি সম্পাদিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভুয়ো দাবি করা হয়, সংসদ অধিবেশনে উপস্থিত না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদেশ (abroad) সফরে যাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন গোভিল।
বুম দেখে, সম্পূর্ণ সাক্ষাৎকারে আসলে সংসদে অশান্তি সৃষ্টির জন্য সাংসদ অরুণ গোভিল মন্তব্যটি বিরোধী পক্ষকে কটাক্ষ করতে করেন, প্রধানমন্ত্রী মোদীর বিরূদ্ধে নয়।
এবছর সংসদের বাদল অধিবেশন চলাকালীন ২৩ জুলাই ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমারের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে দুদিনের জন্য বিদেশ সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিটেন সফর শেষে মলদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণ রক্ষার্থে সেদেশেও যান তিনি। সংসদে অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর এই বিদেশ সফর নিয়ে সমালোচনায় লিপ্ত হয়েছেন বিরোধী নেতারা।
ভাইরাল দাবি
ভাইরাল ভিডিওয় একদিকে বিমান থেকে প্রধানমন্ত্রীকে হাত নাড়তে দেখা যায় ও অপরদিকে বিজেপি সাংসদ অরুণ গোভিলকে হিন্দিতে বলতে শোনা যায়, "আমি তো বুঝতে পারছি না যারা ভোটে এনাদের নির্বাচন করে পাঠিয়েছেন, তাদের কী জবাব দেবে? এই করতে কি এনাদের জনতা নির্বাচন করে পাঠিয়েছেন? খুবই লজ্জাজনক বিষয় আর পার্লামেন্ট চালাতে যে কত খরচা হয় তার দিকেও কোনও চিন্তা নেই। দেশের কোনও ব্যাপারেই চিন্তা নেই।" ভিডিওটির ক্যাপশন হিসাবে লেখা হয়, "শ্রী রামচন্দ্র এখন তার প্রিয় শিষ্য বিশ্বগুরুর বিরুদ্ধে রুষ্ট হয়েছেন ও তার অনাচার নিয়ে মুখ খুলেছেন দেখুন একবার জয় শ্রী রাম।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম: প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেননি অরুণ গোভিল
আসল সাক্ষাৎকারে অরুণ গোভিলের মন্তব্য: আমরা ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে নিউজএক্স লাইভ এবং সিএনবিসি আওয়াজের ২৩ জুলাই, ২০২৫-এ আপলোড করা পোস্টে ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ দেখতে পাই। নিউজ এক্স লাইভের নিউজ বুলেটিন থেকে জানা যায় সংসদে বিরোধী দলের প্রতিবাদ থেকে সৃষ্টি অশান্তির পরিপ্রেক্ষিতে বিজেপি সাংসদ গোভিল মন্তব্যটি করেন।
গোভিলকে বলতে শোনা যায়, "এটা বিরোধী পক্ষের অত্যন্ত খারাপ ব্যবহার। আমি তো বুঝতে পারছি না যারা ভোটে এনাদের নির্বাচন করে পাঠিয়েছেন, তাদের কী জবাব দেবে? এই করতে কি এনাদের জনতা নির্বাচন করে পাঠিয়েছেন? খুবই লজ্জাজনক বিষয় আর পার্লামেন্ট চালাতে যে কত খরচা হয় তার দিকেও কোনও চিন্তা নেই। দেশের কোনও ব্যাপারেই চিন্তা নেই। কেবল অশান্তি করতে চাইছে। সরকার বলেছে যে আমরা সব বিষয়ে আলোচনা করব কিন্তু, এনারা আলোচনা করতে চান না, কেবল অশান্তি করতে চান।"
সংসদের বাদল অধিবেশন চলাকালীন বিরোধী দলগুলির প্রতিবাদের মুখে পড়ে সম্প্রতি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন স্থগিত রাখার ঘটনা ঘটে। বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের প্রতিবাদে সংসদ অচল হওয়ার সাম্প্রতিক রিপোর্ট পড়ুন এখানে ও এখানে।