অজয় দেবগণের কংগ্রেসে যোগ দেওয়ার ভুয়ো দাবিতে ভাইরাল অসম্পর্কিত ছবি
বুম দেখে তেলেঙ্গানায় ফিল্ম স্টুডিয়ো নির্মাণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে দেখা করতে গিয়ে ছবিটি তোলেন অজয় দেবগণ।

তেলাঙ্গানার (Telangana) মুখ্যমন্ত্রী (chief minister) অনুমালা রেবন্ত রেড্ডির (Anumala Revanth Reddy) সাথে বলিউড (bollywood) অভিনেতা অজয় দেবগণের (Ajay Devgn) সাক্ষাতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সম্প্রতি। অজয় দেবগণকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে রেবন্ত রেড্ডির সম্মানিত করার তিনটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, ছবিগুলিতে বলিউড তারকার কংগ্রেসে (Congress) যোগদানের দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভাইরাল দাবিটি ভুয়ো। ছবিগুলিতে বাস্তবে তেলেঙ্গানায় ফিল্ম স্টুডিয়ো খোলার উদ্দেশ্যে অজয় দেবগণকে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎের দৃশ্য দেখতে পাওয়া যায়।
ভাইরাল দাবি
দুটি ছবিতে ফুলের তোড়া দিয়ে এবং একটিতে উত্তরীয় পরিয়ে অজয় দেবগণকে সম্মানিত করতে দেখা যায় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে। এই তিনটি ছবিতে অজয় দেবগণকে কংগ্রেসে যোগদান করতে দেখা যাচ্ছে দাবি করে ক্যাপশনে লেখা হয়, “অভিনেতা অজয় দেবগন কংগ্রেসে যোগদান করলেন তেলেঙ্গানার মূখ্যমন্ত্রীর Anumula Revanth Reddy সাথে দেখা করলেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সাথে গতকাল দেখা করেন বলিউড সুপার স্টার অজয় দেবগণ॥ সেই মুহূর্তের ভিডিও।”
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. ছবিটি তেলেঙ্গানায় ফিল্ম ষ্টুডিও খোলার উদ্দেশ্যে সাক্ষাৎের
বুম প্রথমে, গুগলে অজয় দেবগণের কংগ্রেসে যোগদান সংক্রান্ত কিওয়ার্ড সার্চ করে, কিন্তু, এবিষয়ে কোনও বিশ্বাসযোগ্য সংবাদ প্রতিবেদন পায়না। এরপর, আমরা ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করে ৮ জুলাই, ২০২৫-এ টাইমস এন্টারটেইনমেন্টের ইনস্টাগ্রাম পেজে ভাইরাল ছবিগুলির দৃশ্যসহ একটি ভিডিও দেখতে পাই। পোস্ট থেকে জানা যায়, অজয় দেবগণ একটি ফিল্ম স্টুডিয়ো খোলার বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
২. অজয় দেবগণের সাথে সাক্ষাৎ নিয়ে রেবন্ত রেড্ডির পোস্ট
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী অনুমালা রেবন্ত রেড্ডি তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে গত ৭ জুলাইয় ভাইরাল ছবিগুলি পোস্ট করেন। পোস্টের ক্যাপশন অনুসারে, হায়দরাবাদে আধুনিক টেকনোলোজিসহ একটি বিশ্বমানের ফিল্ম সিটি তৈরির উদ্দেশ্যই রয়েছে অজয় দেবগণ ও রেবন্ত রেড্ডির সাক্ষাতের নেপথ্যে। রেড্ডির বক্তব্য অনুযায়ী, দেবগণ স্টুডিয়োয় উচ্চমানের ভিএফএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার ইচ্ছাও প্রকাশ করার পাশাপাশি রাইজিং তেলাঙ্গানা উদ্যোগটি সফল করতেও সাহায্য করবেন বলে জানান।
সংবাদসংস্থা পিটিআইও দিল্লিতে অজয় দেবগণ ও রেবন্ত রেড্ডির সাক্ষাৎ সংক্রান্ত খবর তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে।