BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • নতুন BRICS মুদ্রা চালু হয়েছে—...
ফ্যাক্ট চেক

নতুন BRICS মুদ্রা চালু হয়েছে— ভাইরাল দাবি ভুয়ো

বুম দেখে ভাইরাল ছবিটি একটি প্রোটোটাইপ এবং আনুষ্ঠানিক ভাবে কোনও নতুন ব্রিকস (BRICS) মুদ্রা চালু হওয়ার ঘোষণা করা হয়নি।

By -  Nidhi Jacob
Published -  11 Nov 2024 2:33 PM IST
  • নতুন BRICS মুদ্রা চালু হয়েছে— ভাইরাল দাবি ভুয়ো
    CLAIMব্রিকস (BRICS) সদস্যদেশগুলি মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নতুন ব্রিকস (BRICS) মুদ্রা চালু করেছে।
    FACT CHECKবুম দেখে ব্রিকস (BRICS) দেশগুলি আনুষ্ঠানিক ভাবে কোনও মুদ্র চালু করার ঘোষণা এখনও করেনি। ভাইরাল ছবিটি ভবিষ্যতে কোনও ব্রিকস (BRICS) মুদ্রা চালু হলে তার সম্ভাব্য নমুনা, এটি কেবল একটি প্রোটোটাইপ।
    Listen to this Article

    সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার পতাকার ছবিসহ ১০০ মূল্যের একটি ব্যাংক নোটের ছবি শেয়ার করে ভুয়ো দাবি করেছেন ব্রিকসের (BRICS) সদস্য দেশগুলি মার্কিন ডলারের (US Dollar) মোকাবিলা করতে নতুন মুদ্রাটি শুরু করেছে।

    বুম দেখে ব্রিকস (BRICS) দেশগুলি আনুষ্ঠানিক ভাবে কোনও মুদ্র চালু করার ঘোষণা এখনও করেনি। ভাইরাল ছবিটি ভবিষ্যতে কোনও ব্রিকস (BRICS) মুদ্রা চালু হলে তার সম্ভাব্য নমুনা, এটি কেবল একটি প্রোটোটাইপ।

    আরও পড়ুন -না, জয়শঙ্করের মন্তব্যের জেরে কানাডা অস্ট্রেলিয়া টুডের ফেসবুক পেজ নিষিদ্ধ করেনি

    ১৬তম ব্রিকস (BRICS) শীর্ষবৈঠক ২২ ও ২৩ অক্টোবর, ২০২৪-এ রাশিয়ার কাজ়ান শহরে অনুষ্ঠিত হয়। এবছর, বৈঠকে নতুন সদস্যদেশ— মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহি প্রথমবারের জন্য যোগ দেয়।

    এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল মুদ্রার ছবি শেয়ার করে দাবি করেন, "নতুন কারেন্সি ব্রিকস ডলারকে টেক্কা দেবে ১২৪ টা দেশে এই কারেন্সি চলবে।"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও এক ফেসবুক ব্যবহারকারী পুতিনের হাতে মুদ্রার ছবিসহ মুদ্রার ভাইরাল ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "ডলারকে টেক্কা দিতে ব্রিকস নিয়ে এসছে কয়েকটি দেশমিলে - তার মধ্যেই আমাদের বাংলাদেশ ও আছে। নতুন কারেন্সি আয় শুরু হোক।"


    পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।

    আরও পড়ুন -ট্রাম্প জেতায় বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা দাবিতে ছড়াল পুরনো ভিডিও

    তথ্য যাচাই

    রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের হাতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পতাকাসহ 'ব্রিকস' (BRICS) মুদ্রার একটি ছবির থেকে ব্রিকস (BRICS) দেশগুলি একত্রে একটি মুদ্রা চালু করেছে— এই ভাইরাল দাবির সূত্রপাত। তবে, কর্মকর্তরা জানায় দাবিটি সঠিক নয়।

    ফিনান্সিয়াল এক্সপ্রেসকে কর্মকর্তারা নিশ্চিত করে জানান পুতিনের হাতে যে মুদ্রাটি দেখা গেছে সেটি কেবল একটি নমুনা মাত্র যা রুশ রাষ্ট্রপতিকে উৎসাহীরা কাজ়ান বৈঠকে দেয়। মুদ্রাটি সরকারিভাবে অনুমোদিত নয়।

    আমরা এক্সে ব্রিকস (BRICS) নিউজ নামক যাচাইকৃত ব্রিকস (BRICS) তথ্য সূত্রর একটি পোস্ট পাই যেখানে রুশ রাষ্ট্রপতি পুতিনের হাতে ব্রিকস (BRICS) মুদ্রা ও শুধু মুদ্রার ছবি দেখা যায়। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, "কাজ়ানে ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনকে একটি 'ব্রিকস বিল'-এর (BRICS Bill) নমুনা উপহার দেওয়া হয়েছিল।"

    JUST IN: Russian President Putin has been gifted a mock-up of a "BRICS bill" at BRICS summit in Kazan. pic.twitter.com/gP08KKkRUy

    — BRICS News (@BRICSinfo) October 23, 2024

    এছাড়াও, প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য-যাচাইকারী বিভাগও ভাইরাল দাবিটিকে ভুয়ো বলে চিহ্নিত করেছে।

    Several news reports and posts are circulating on social media regarding the adoption of a #BRICS Currency#PIBFactCheck

    ✔️These claims are fake

    ✔️There is no common BRICS currency pic.twitter.com/kQniVNCoKQ

    — PIB Fact Check (@PIBFactCheck) October 24, 2024

    পোস্টটি দেখুন এখানে।

    ব্রিকস (BRICS) মুদ্রা ব্রিকস (BRICS) দেশগুলির মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রস্তাবিত একটি বিকল্প মুদ্রা। এর লক্ষ্য এই দেশগুলিকে বৃহত্তর অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে সহায়তা করা এবং পশ্চিমা দেশগুলির দ্বারা প্রভাবিত বর্তমান আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার সঙ্গে প্রতিযোগিতা করা। এই উদ্যোগের লক্ষ্য ব্রিকস (BRICS) সদস্যদের মধ্যে বাণিজ্য ব্যবস্থা সহজ ও লাভজনক করে মার্কিন ডলারের উপর নির্ভরতা হ্রাস করা।

    তবে, এই বিকল্প আন্তর্জাতিক অর্থপ্রদান ব্যবস্থার প্রস্তাব আগেও দেওয়া হয়েছে, এই প্রথম নয়।

    ২০২৩ সালে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা দা সিলভা মার্কিন ডলারের উপর ব্রিকস (BRICS) দেশগুলির নির্ভরতা হ্রাস করার জন্য তাদের বাণিজ্যের জন্য একত্রে একটি মুদ্রা তৈরি করার পরামর্শ দেন। তবে আল জাজিরার একটি প্রতিবেদন অনুসারে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ বিশেষজ্ঞরা এই পরামর্শের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন।

    আরও পড়ুন -চিঠিতে ট্রাম্পকে 'মসীহা' আখ্যা ইউনূসের? ভাইরাল বিবৃতি ভুয়ো

    Tags

    Vladimir PutinIndiaUS DollarRussia
    Read Full Article
    Claim :   ব্রিকস (BRICS) সদস্যদেশগুলি মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতা করতে একটি নতুন ব্রিকস (BRICS) মুদ্রা চালু করেছে যা ছবিতে দেখা যাচ্ছে।
    Claimed By :  Facebook Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!