গুজরাতে বিয়েতে টাকা ওড়নো বিভ্রান্তিকর দাবিতে পশ্চিমবঙ্গের বলে ছড়াল
বুম যাচাই করে দেখে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ গুজরাতের মেহসানা জেলার আগোল গ্রামে টাকা ওড়ানোর ঘটনাটি ঘটে।
গুজরাতে (Gujarat) পঞ্চায়েত প্রধানের (Pradhan) ভাইপোর বিয়েতে টাকা ওড়ানো (cash shower) নিয়ে আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট বিভ্রান্তিকর দাবি সহ (misleading) পশ্চিমবঙ্গের (West Bengal) ঘটনা বলে ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে টাকা ওড়ানোর ভাইরাল খবরটি গুজরাতের মেহসানা জেলার আগোল গ্রামের ১৭ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের ঘটনা।
পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ট থেকে শুরু করে খিদিরপুরের অনলাইন লটারি ব্যবসায়ী কিংবা পার্কস্ট্রিট থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি নোটের বান্ডিল উদ্ধারের খবর। সোশাল মিডিয়ায় অনেকেই এই ঘটনাটিকে পশ্চিমবঙ্গের ঘটনা বলে ভুল করছেন।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া আনন্দবাজার আনলাইনে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম হল, “ভাইপোর বিয়ে, ছাদ থেকে লাখ লাখ টাকা ওড়ালেন প্রক্তন পঞ্চায়েত প্রধান! টাকা কুড়োতে হুড়োহুড়ি”। সঙ্গে আরও লেখা হয়েছে, “গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাইপো রাজাক্কের বিয়ে ছিল। মহাসমারোহে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল”।
ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, “টাকা না থাকার জন্য গরীবের প্রাণ যায়, আর তোলা টাকা দিয়ে কেউ ভাইপোর বিয়ে তে টাকা উড়ায়। এক ছোট উন্নয়ন বাহিনীর ভাইপোর বিয়ে, ছাদ থেকে লাখ লাখ টাকা ওড়ালেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান! টাকা কুড়োতে হুড়োহুড়ি করিমের অনুগামি তলামুলের ছাগল রা!”
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
আরেকটি ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, “টাকার পাহাড় কেবল নয়, আমরা এখন টাকার বৃষ্টিও দেখতে পাচ্ছি!”
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম কিওয়ার্ড সার্চ করে আনন্দবাজার অনলাইনে ওই প্রতিবেদনটি খুঁজে পায়।
১৯ ফেব্রুয়ারি ২০২৩ প্রকাশিত ওই প্রতিবেদনে লেখা হয়, ঘটনাটি গুজরাতের মেহসানা জেলার আগোল গ্রামের। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রাক্তন পঞ্চায়েত প্রধান করিম যাদবের ভাইপো রজ্জাকের বিয়ের অনুষ্ঠান হয় গত ১৬ ফেব্রুয়ারি করিমের ভাইপো বিয়ে ছিল। বিয়ের পরের দিন গ্রামে শোভাযাত্রা বের করে করিম। তার পর তিনি এবং পরিবারের কয়েক জন বাড়ির ছাদে উঠে ১০, ২০০ এবং ৫০০ টাকার নোট ওড়ান। স্থানীয়দের দাবি, ওই টাকার পরিমান বেশ কয়েক লক্ষ।
টুইটারে ভাইরাল হওয়া ভিডিওটি ব্যবহার করা হয় ওই প্রতিবেদন।
বিষয়টি নিয়ে বিজনেস টুডে ও দিব্যাভাস্করের প্রতিবেদন পড়া যাবে এখানে ও এখানে। দিব্যাভাস্করের প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছে ভিডিও।