চীনের সুড়ঙ্গ রেলের ভিডিও উত্তরাখণ্ডের দেবপ্রয়াগ দাবি করে ভাইরাল
বুম দেখে ভাইরাল ভিডিওটি মধ্য চীনের হুনান প্রদেশের সিলি কাউন্টির, ভারতের নয়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় একটি ট্রেন পাহাড়ের সুড়ঙ্গ পথের মধ্যে তৈরী রেল লাইন দিয়ে যাচ্ছে। পাহাড়ের পাশ দিয়ে একটি নদিও বয়ে যেতে দেখা যায়। সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভিডিওটি শেয়ার করে ভুয়ো দাবি করেন এটি উত্তরাখণ্ডের (Uttarakhand) দেবপ্রয়াগ (Devprayag) থেকে শ্রীনগরের (Srinagar) মধ্যে তৈরি রেলপথের একটি দৃশ্য।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ভারতের কোনও রাজ্যের নয় বরং, এটি চীনের হুনান প্রদেশের সিলি কাউন্টির রেল পথের দৃশ্য।
২৫ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে একটি ট্রেনকে পকাহারের গায়ে খোদাই করা একাধিক সুড়ঙ্গের মধ্য দিয়ে যেতে দেখা যায়।
এক ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করেন, "উত্তরাখণ্ডে দেবপ্রয়াগ এবং শ্রীনগরের মধ্যে ট্রেনের ট্রায়াল শুরু হয়েছে, খুব শীঘ্রই সেখানকার লোকেরা এতে ভ্রমণ করতে পারবে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই: ভাইরাল ভিডিও চীনের
বুম ভাইরাল ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে mei_mei_0946 নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখে ১৪ অক্টোবর, ২০২৪-এ ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও দেখতে পায় যেখানে নদীর পারে পাহাড়ের মধ্যে একাধিক সুড়ঙ্গ দিয়ে একটি ট্রেন চলতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে ইংরেজিতে লেখা ছিল, "খাড়া পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া ট্রেনটি চীনের হুনান প্রদেশের সিলির ইয়ানবোডু শহরে অবস্থিত।"
এই পোস্টটি থেকে ইঙ্গিত নিয়ে আমরা যখন গুগলে সম্পর্কিত কিওয়ার্ডগুলি সার্চ করি। সার্চের মাধ্যমে আমরা দেখি ভাইরাল ভিডিওটি ২২ অক্টোবর, ২০২৪-এ চীনা সংবাদ মাধ্যম পিপলস ডেইলির এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়।
ওই পোস্টের ক্যাপশনে থেকে জানা যায়, "সুড়ঙ্গের পর সুড়ঙ্গ, একটি চলন্ত ট্রেন পাহাড়ের মধ্য দিয়ে গিয়ে একটি সুন্দর দৃশ্য তুলে ধরেছে সিলি কাউন্টিতে, মধ্য চীনের হুনান প্রদেশে।" (অনুদিত)
চীনা সংবাদ মাধ্যমটি তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ভিডিওটি পোস্ট করেছে।
এছাড়াও, চীনা সংবাদ মাধ্যম finance.sina.com এবং tech.ifeng.com ২০২৪ সালের ২২ অক্টোবরে ভাইরাল দাবিটি নস্যাৎ করে প্রতিবেদন প্রকাশ করে।
উত্তরাখণ্ডের চারধাম রেল প্রকল্প ২০২৫ সালে শেষ হবে
ভারতীয় রেল উত্তরাখণ্ডের চারটি গুরুত্বপূর্ণ তীর্থস্থানকে সংযুক্ত করার জন্য ৩২৭ কিলোমিটার দীর্ঘ রেল পথ তৈরি করার কাজ করছে। এর মধ্যে ট্রেন ১০৫ কিলোমিটার সুড়ঙ্গের মধ্য দিয়ে রেলপথ অতিক্রম করবে। এই প্রকল্পের আওতায় গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথকে রেলপথে যুক্ত করার কাজ দ্রুত গতিতে চলছে। ঋষিকেশ ও কর্ণপ্রয়াগের মধ্যে ১২৫ কিলোমিটার রেললাইন স্থাপনের কাজ অন্তিম পর্যায় চলছে।
ঋষিকেশ ও কর্ণপ্রয়াগের মধ্যে মোট ১২টি স্টেশন নির্মাণ করা হচ্ছে যা হল ঋষিকেশ, মুনি কি রেতী, শিবপুরী, মঞ্জিলগাঁও, সাকনি, দেবপ্রয়াগ, কীর্তিনগর, শ্রীনগর, ধারি দেবী, রুদ্রপ্রয়াগ, ঘোলাতির এবং কর্ণপ্রয়াগ।