জয়রাম রমেশের মন্দির ও শৌচালয় নিয়ে পুরনো মন্তব্য সাম্প্রতিক দাবিতে ছড়াল
বুম যাচাই করে দেখে কংগ্রেসের এই নেতা মন্তব্যটি ২০১২ সালে করেন যখন তিনি ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন।
কংগ্রেস (Congress) নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh) একটি ভিডিও সম্পত্তি শেয়ার করে দাবি করা হয়েছে তিনি সম্প্রতি মন্দিরকে শৌচাগারের সাথে তুলনা করেছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এটি তার সাম্প্রতিক মন্তব্য বলে দাবি করেছেন।
১২ সেকেন্ডের এই ভিডিওতে রমেশ বলতে শোনা যায়, "মন্দিরের চেয়ে শৌচালয় বেশি পবিত্র"।
২২ জানুয়ারী ২০২৪ তারিখের অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের আগে বহু ডানপন্থী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিওটি পোস্ট করে ইঙ্গিত করেছেন এটি কংগ্রেস নেতার সাম্প্রতিক এক হিন্দু-বিরোধী মন্তব্য।
বুম দেখে এই মন্তব্যটি আসলে কংগ্রেস নেতা জয়রাম রমেশ ২০১২ সালে মহারাষ্ট্রে নির্মল ভারত যাত্রার উদ্বোধনের সময় করেন যখন তিনি ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন।
ডানপন্থী সোশ্যাল মিডিয়া প্রোফাইল Kreately.in ভিডিওটি প্রথম পোস্ট করে এবং হিন্দিতে ক্যাপশন হিসেবে লেখে,"এটি নিশ্চয়ই রাহুলকে জেতাবে।"
এই ভিডিও পোস্ট করে একজন ব্যবহারকারী বাংলায় ক্যাপশন হিসেবে লেখেন,""মন্দির এর থেকেও পবিত্র শৌচালয়'' - বক্তা কংগ্রেস নেতা জয়রাম রমেশ"।
এই ভিডিও এখানে দেখা যাবে। এই ভিডিওর আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
বুম তাদের হেল্পলাইন নম্বরেও এই ভিডিও (7700906588) এক তথ্য যাচাইয়ের অনুরোধ সহ পায়।
তথ্য যাচাই
বুম এই সম্পর্কিত এক কিওয়ার্ড সার্চ করে ২০১২ সালে প্রকাশিত বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পায় যেখানে জয়রাম রমেশের এই বিতর্কিত মন্তব্যের উল্লেখ পাওয়া যায়।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের অক্টোবর ৬ ২০১২ তারিখের একটি প্রতিবেদনে বলা হয়,"কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ বলেছেন মন্দিরের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভারতে শৌচালয়, যখন তিনি মহারাষ্ট্রে একটি স্বাস্থ্যব্যবস্থা সংক্রান্ত যাত্রার উদ্বোধন করেন।"
এই সূত্র ধরে আমরা এবিপি নিউজের অক্টোবর ৬, ২০১২ তারিখের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাই যেখানে এই মন্তব্যের বিষয় বিস্তারিত উল্লেখ দেখা যায়।
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
ওই ভিডিও রিপোর্টের ২৫ সেকেন্ড পর থেকে রমেশকে বলতে শোনা যায়, "আমি বিশ্বাস করি এই যাত্রার উদ্দেশ্য মন্দিরের চেয়ে বেশি পবিত্র কিছু তৈরি করা, এবং সেটি হল শৌচালয়। আমরা হয়তো মন্দির ভ্রমণ করতে পারি, কিন্তু শৌচালয় ছাড়া, কোনও পরিমাণে নারকেল ফাটানো অথবা মঙ্গল আরতি পরিত্রাণের জন্য যথেষ্ট নয়। আমাদের দেশের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হল আমাদের মন্দিরগুলি সবচেয়ে নোংরা জায়গা।"
তিনি আরও বলেন,"আপনি যখন কোনও মন্দিরে যান, তখন আপনাকে নাক চাপা রাখতে হয়। এবং আমরা এটা মেনেও নিই... তাই, আমাদের এই আদর্শের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং মহাত্মা গান্ধীর বিচারধারাকে অনুসরণ করে আমাদের প্রকৃত দেবতা হিসাবে পরিষ্কার-পরিচ্ছন্নতাকেই বেছে নিতে হবে। আমরা যদি পরিষ্কার-পরিচ্ছন্নতাকে আমাদের চূড়ান্ত গুণ হিসেবে বেছে নি, তাহলে আমরা একটি উন্নত দেশ হতে পারব।"
জয়রাম রমেশের এই বিতর্কিত মন্তব্যগুলির প্রত্যুত্তরে তার নিজের দল কংগ্রেসই দূরত্ব বজায় রাখে এবং কংগ্রেসের একজন মুখপাত্র এবিষয়ে সাংবাদিকদের বলেন কংগ্রেস দল সম্প্রদায় নির্বিশেষে সমস্ত ধর্মীয় স্থানের সম্মান করে।
এই বিতর্কিত মন্তব্যের ফলস্বরূপ ২০১২ সালের অক্টোবর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং জয়রাম রমেশেকে বদল করে তার জায়গায় ভরতসিন সোলাঙ্কিকে পানীয় জল ও শৌচ বিভাগের দায়িত্ব অর্পণ করেন।