রাহুল গান্ধী কংগ্রেসকে দুর্নীতিগ্রস্থ বলেছেন? ছড়াল সম্পাদিত ভিডিও
বুম যাচাই করে দেখে ডিজিটাল উপায়ে কারচুপি করে ভিডিওটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) তার নিজের দলকেই আক্রমণ করেছেন দাবিতে ভাইরাল হয়েছে তার বক্তব্য রাখার এক ভিডিও। ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, "কংগ্রেস সরকার ভারতবর্ষের দুর্নীতির মূলে। গোটা দেশে এতো দুর্নীতি হয়নি, যা মধ্যপ্রদেশে কংগ্রেসের লোকেরা করেছে।" ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, প্রথম বার রাহুল গান্ধীকে সঠিক কথা বলতে শোনা গেছে।
বুম যাচাই করে দেখে ভিডিওটি সম্পাদিত ও রাহুল গান্ধীর রাখা বক্তব্যের কথাগুলি কেটে এটির প্রেক্ষাপট বদলে দেওয়া হয়েছে।
এবছরের শেষে ৫টি রাজ্যে নির্বাচন হবে যে তালিকার মধ্যে মধ্যপ্রদেশও উপস্থিত রয়েছে। এই মুহূর্তে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন বিজেপির শিবরাজ সিং চৌহান। নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে রাহুল গান্ধী শাজাপুরের একটি সভায় বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন। এরপরই এই ভিডিওকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ভাইরাল হয়।
একজন ফেসবুক ব্যবহারকারী এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে হিন্দিতে লেখেন,"প্রথম বার এই ব্যক্তি সঠিক কথা বলেছে।"
একজন এক্স ব্যবহারকারী এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখেন,"রাহুল গান্ধী নিজেই নিজের পার্টির ব্যাপারে এসব বললেন এবং আরো জানালেন যত দুর্নীতি কংগ্রেস নেতারা করেছে, অন্য কেউ কখনো করেনি।"
একই ধরণের অন্যান্য পোস্টে দেখতে এখানে ও এখানে ক্লিক করুন।
একই দাবিতে এই ভিডিও ইউটিউবেও ভাইরাল হয়েছে বলে দেখা যায়।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম দেখে ভাইরাল এই ভিডিওটিতে বক্তৃতার কথাগুলি সম্পাদনা করা হয়েছে। ভিডিওটিতে ব্যঙ্গ করে কিছু মিমও যোগ করা হয় যার কারণে প্রথমেই আন্দাজ করা যায় এটি হয়তো সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
আমরা প্রথমেই এই ভিডিও সংক্রান্ত কিছু কিওয়ার্ড সার্চ করি এবং এবিপি নিউজ ও নবভারত টাইমসের প্রতিবেদন খুঁজে পাই। এই প্রতিবেদনগুলিতে রাহুল গান্ধীর মধ্যপ্রদেশের এই বক্তৃতার বিস্তারিত বর্ণনা উপস্থিত রয়েছে। কিন্তু ওই প্রতিবেদনগুলির কোনো জায়গায় আমরা রাহুল গান্ধীর কংগ্রেসকে কটাক্ষ করার উল্লেখ দেখতে পাইনি।
এরপর আমরা ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকাশিত এনডিটিভির এক ভিডিও খুঁজে পাই যার শিরোনাম হিসেবে লেখা হয়,"রাহুল গান্ধী শিবরাজ সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে-বললেন মধ্যপ্রদেশ দেশের দুর্নীতির মূলে।" এই ভিডিওর বর্ণনা হিসেবে বলা হয়, মধ্যপ্রদেশের শাজাপুরে কংগ্রেসের এক সমাবেশে শিবরাজ সিং চৌহানের সরকারের বিরুদ্ধে বড় অভিযোগ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন মধ্যপ্রদেশ ভারতবর্ষের দুর্নীতির মূলে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
আমরা ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত রাহুল গান্ধীর বক্তৃতার এক ভিডিও খুঁজে পেয়েছি যা দেখা যাবে এখানে।
এই ভিডিওর ৩২ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ৩৩ মিনিট ০২ সেকেন্ডের মধ্যে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়,"মধ্যপ্রদেশ ভারতে দুর্নীতির কেন্দ্র… মূলে…যতটা দুর্নীতি করেছে বিজেপির লোকেরা মধ্যপ্রদেশে করেছে, সারা দেশে এতো করা হয়নি।"