BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • মমতা বন্দ্যোপাধ্যায় "হিন্দুদের...
ফ্যাক্ট চেক

মমতা বন্দ্যোপাধ্যায় "হিন্দুদের গুন্ডা" বলেন দাবিতে ছড়াল ভোট প্রচারের ছাঁটাই ভিডিও

বুম যাচাই করে দেখে ২০২১ সালের ৩ এপ্রিল কুলপির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিভ্রান্তিকর প্রসঙ্গ সহ ছড়ানো হচ্ছে।

By - Sk Badiruddin |
Published -  19 Nov 2022 3:55 PM IST
  • মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের গুন্ডা বলেন দাবিতে ছড়াল ভোট প্রচারের ছাঁটাই ভিডিও

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রাজনৈতিক প্রচারের ছাঁটাই ভিডিও (Cropped Video) বিভ্রান্তিকর দাবি (Misleading Claims) সহ সোশাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে তিনি "হিন্দুদের গুন্ডা" (Hindu Goons) বলেছেন।

    বুম যাচাই করে দেখে ২০২১ সালের ৩ এপ্রিল কুলপির সভায় রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বিভ্রান্তিকর প্রসঙ্গ সহ ছড়ানো হচ্ছে।

    সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৯ সেকেন্ডের ভিডিওতে হুইল চেয়ারে বসা মমতা বন্দ্যেপাধ্যায়কে জনসভার মঞ্চ থেকে বলতে শোনা যায়, "হিন্দু গুন্ডাদের ভয়ে। সংখ্যালঘু ভাই বোনেরা কসম খেয়ে বলতে হবে একটি ভোটও তৃণমূল ছাড়া কেউ পাবে না।"

    ওই ভিডিওটিতে উপর লেখা রয়েছে, "হিন্দুদের "গুন্ডা" বললো! এরপর যারা তোলামূলকে ভোট দেয় তারা হিন্দু হতে পারে না।"

    ফেসবুকে রিল হিসাবে ভাইরাল হওয়া ভিডিওটি দেখুন এখানে।

    আরও পড়ুন: 'মারীচ' সিনেমার বিজ্ঞাপন দৃশ্য ছড়িয়ে ভুয়ো দাবি মুম্বাইয়ে সিরিয়াল ঘাতক

    তথ্য যাচাই

    হুইল চেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে দেখে আমরা অনুমান করি ভিডিওটি পশ্চিমবঙ্গের ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়ের। বিধানসভা ভোটের প্রচারের শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পায়ে চোট পান। তারপর থেকে হুইল চেয়ারে বসেই নির্বাচনী প্রচার সারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    বুম ভিডিওটিতে বলা বক্তব্য গুগলে কিওয়ার্ড সার্চ করে ২০২১ সালের ৩ এপ্রিল দ্য ওয়াল প্রকাশিত একটি প্রতিবেদনে অনুরূপ বক্তব্যের বয়ান খুঁজে পায়। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপির জনসভায় ওই বক্তব্য রাখেন তিনি।

    এই সূত্র ধরে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের যাচাই করা ফেসবুক পেজে কুলপির জনসভা বিষয়ে সার্চ করি। ৩ এপ্রিল ২০২১ তাঁর বক্তব্য ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয় ওই পেজ থেকে। সম্পূর্ণ বক্তব্যের ভিডিওটির শিরোনাম লেখা হয়েছিল, "দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত কুলপির জনসভায় | Public meeting at Kulpi, South 24 Parganas"

    ওই ভিডিওর ১১ মিনিট ৫৫ সেকেন্ড সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "গত পরশুদিন নন্দীগ্রামে গেছি একটা গ্রামে। রবীন জানার বউ আমাকে বলছে। রবীন মান্নার। দিদি আমার মেয়েকে বলছে তুলে নিয়ে যাবে। দিদি আমার বাচ্চাটাকে বলছে কিডন্যাপ করবে। আমি বললাম তোমরা এখন আছো কোথায়? বলল দিদি আমি একটা মুসলিমদের বাড়িতে আছি আমি হিন্দু। ওরা আমাকে শেলটার দিয়েছে। বিজেপি আমার উপর এত অত্যাচার করেছে। আমার স্বামী আজকে মৃত্যুর জন্য লড়াই করছে। বাঁচবে না। আমি মুখ ফুটে বলতে পারি না যে ওর স্বামী বাঁচবে না। কারণ আমি জানি ওর স্বামীর অবস্থা। কোমায় পিজিতে আছে। যখন তখন মরে যাবে। (১২: ৩৫ সময়ের পর) বুঝুন হিন্দু গুন্ডাদের ভয়ে। ওরা হিন্দু নয়। ওরা মুসলিম নয়। ওরা বিজেপির গুন্ডা বজ্জাতের দল। ওদের বয়কট করুন। দূরে সরিয়ে রাখুন।"

    ভিডিওটি সম্পূর্ণ শুনলে বোঝা যায়, ওই বক্তব্যের মাধ্যমে প্রতিপক্ষ দল বিজেপি দল আশ্রিত দুস্কৃতকারীদের দিকে অভিযোগ তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বক্তব্য রেখেছিলেন।

    আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: স্বাধীন ব্রাজিলের ২০০ বছর পূর্তির ছবি ভুয়ো দাবিতে ছড়াল

    Tags

    Mamata BanerjeeCropped VideoWest BengalHindus
    Read Full Article
    Claim :   ভিডিওর দাবি হিন্দুদের “গুন্ডা” বললো মমতা বন্দ্যোপাধ্যায়
    Claimed By :  Facebook Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!