'দিল্লি বিস্ফোরণ সিলিন্ডার ফেটে' — স্পেশাল সিপির উক্তি বলে ছড়াল ভুয়ো দাবি
বুমকে দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার রবীন্দ্র যাদবের দফতর থেকে নিশ্চিত করে তিনি বিস্ফোরণের কারণ নিয়ে এধরণের কোনও মন্তব্য করেননি।

দিল্লি পুলিশের (Delhi Police) জোন ১-এর স্পেশ্যাল কমিশনার রবীন্দ্র যাদব গত ১০ নভেম্বরের গুরুতর গাড়ি বিস্ফোরণ (car blast) সিএনজি সিলিন্ডার (CNG cylinder) ফেটে হয়েছে বলেছেন বলে ভুয়ো দাবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বুম দিল্লি পুলিশের জোন ১-এর স্পেশ্যাল কমিশনারের দফতরের সঙ্গে যোগাযোগ করলে রবীন্দ্র যাদবের অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয় তিনি এধরণের কোনও উক্তি করেনি।
১০ নভেম্বর, ২০২৫-এর সন্ধ্যে বেলায় লাল কেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে একটি i20 গাড়িতে বিস্ফোরণ হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পর্যবেক্ষণ ও আহতদের সঙ্গে দেখা করতে গিয়ে জানান, বিস্ফোরণে ৮ জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং একাধিক আহত। এনআইএ ও এনএসজির মতো তদন্তকারী সংস্থাগুলি বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
দাবি
@TeamSaath নামক একটি এক্স হ্যান্ডেল থেকে ইংরেজিতে ভাইরাল উক্তিটি পোস্ট করা হয় যা অনুবাদ করলে হয়, "এটি একটি দুর্ভাগ্যজনক সিলিন্ডার বিস্ফোরণ, জঙ্গি হামলা নয়। লাল কেল্লার মেট্রো গেট ১-এর সামনে একটি জনবহুল এলাকায় সন্ধ্যের ভিড়ে ঘটনাটি ঘটার ফলে এবং আশেপাশের গাড়িতে আগুন ছড়িয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্তের সংখ্যাটা বেশি। — নিশ্চিত করেছেন স্পেশ্যাল পুলিশ কমিশনার রবীন্দ্র যাদব।"
পোস্টের একটি আর্কাইভ দেখুন এখানে।
পোস্টটি পরে ডিলিট করে দিয়ে এক্স হ্যান্ডেলটির তরফ থেকে জানানো হয় এক্সের এআই চ্যাটবট গ্রকের থেকে তথ্য নিয়ে তারা ওই পোস্ট করেছিল। আমরা একই ভুয়ো দাবি সহ অন্য এক পোস্টে গ্রকের উত্তর দেখতে পাই।
পোস্টের একটি আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
দিল্লি পুলিশের ভাইরাল দাবি খণ্ডন: বুম দিল্লি পুলিশের স্পেশ্যাল পুলিশ কমিশনার জোন-১ রবীন্দ্র যাদবের দফতরের সঙ্গে ভাইরাল উক্তিটির বিষয়ে যোগাযোগ করে। রবীন্দ্র যাদবের অফিস বুমকে বলে, "এধরণের কোনও উক্তি কমিশনার রবীন্দ্র করেননি। যথাযথ প্রেস ব্রিফিং হলে সমস্ত বিষয় বিস্তারিত ভাবে জানানো হবে। এখনও অবধি কোনও প্রেস ব্রিফিং হয়নি।"
আমরা অনুসন্ধানে বিস্ফোরণ সিএনজি সিলিন্ডার ফেটে হয়েছে দিল্লি পুলিশের দেওয়া এধরণের কোনও আধিকারিক বিবৃতি পাইনি ।






