পাকিস্তানি কুস্তিগিরের ভিডিও ছড়াল ধীরেন্দ্র 'বাগেশ্বর' ধামের নামে
বুম যাচাই করে দেখে ভিডিওটি পাকিস্তানি কুস্তিগির গুলাম হুসেন পাঠানের, মধ্যপ্রদেশের 'গডম্যান' ধীরেন্দ্র শাস্ত্রীর নয়।
সোশাল মিডিয়ায় কুস্তির লড়াইয়ে (wrestling match) জয়ী এক ব্যক্তির ভিডিও ঘুরে বেড়াচ্ছে, যাঁকে ভুল করে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বাগেশ্বর ধামের (Bageshwar Dham) স্বঘোষিত 'গডম্যান' ধীরেন্দ্র শাস্ত্রী (Dhirendra Shastri) বলে শনাক্ত করা হচ্ছে।
বুম দেখলো, ভিডিওটি অন্তত ২ বছরের পুরনো এবং তাতে পাকিস্তানি কুস্তিগির গুলাম হুসেন পাঠানকে (Gulam Hussain Pathan) দেখানো হচ্ছে অন্য এক কুস্তিগিরকে লড়াইয়ে হারানোর পর।
মানুষের বিভিন্ন সমস্যা তাঁর ‘দিব্য শক্তি’র সাহায্যে সমাধান করার দাবি জানানো ধীরেন্দ্র শাস্ত্রী কিছু কাল হলো সাধারণ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। মহারাষ্ট্রের অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি সহ আরও অনেকেই তাঁর এই দাবিকে চ্যালেঞ্জ করেছেন। শাস্ত্রী মধ্যপ্রদেশের ছতরপুরের বাসিন্দা এবং সেখানকার বাগেশ্বর ধামের হনুমান মন্দিরের প্রধান।
লোকে তাঁকে ‘বাগেশ্বর ধাম সরকার’ বলেও ডাকে এবং তাঁর কাছে বহু মানুষের ভিড় লেগে থাকে। তিনি নাকি আগে থেকে কিছু না জানালেও লোকের বিভিন্ন সমস্যা নিজেই অনুমান করতে এবং সমাধান দিতে পারেন। ইতিপূর্বে বুম এই শাস্ত্রীজিকে এবিপি-র এক রিপোর্টারের দেওয়া শংসাপত্র এবং তাঁকে নিয়ে একটা আস্ত সংবাদ প্রতিবেদনের ভুয়ো দাবির পর্দাফাঁস করেছে। বুম দেখিয়েছিল, ওই রিপোর্টারের ব্যক্তিগত যাবতীয় তথ্যই ফেসবুক থেকেই প্রকাশ পায়, অনুমান করার দরকারই হয় না l
তথ্য-যাচাইকারী সেই প্রতিবেদনটি পড়ুন এখানে।
কুস্তিগিরের ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল করে ক্যাপশন দেওয়া হয়েছে--“দেখুন কী ভাবে বাগেশ্বর ধামের পুরোহিত পণ্ডিত ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী মল্লভূমিতেও একজন কুস্তিগিরকে পরাস্ত করছেন!”
(মূল হিন্দিতে টুইট: "अखाड़े में भी धोबी पछाड़- बागेश्वर धाम के पुजारी, पंडित धीरेंद्र कृष्ण शास्त्री अखाड़े में कैसे धोबी पछाड़ मारते हैं, देख लीजिए.")
ফেসবুকেও ভিডিওটি ভাইরাল হয়েছে।
ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম যাচাই করে দেখে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তিনি ধীরেন্দ্র শাস্ত্রী নন পাকিস্তানি কুস্তিগির গুলাম হুসেন পাঠান।
ভাইরাল ভিডিওটিকে মূল ফ্রেমে ভেঙে নিয়ে ইয়ান্ডেক্স ইঞ্জিনে সার্চ করে আমরা অনুরূপ একটি কুস্তি প্রতিযোগিতার ভিডিও পেয়েছি, যার সঙ্গে এটির মিল রয়েছে।
ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
‘সঞ্চাল টিভি’ এই ভিডিওটি আপলোড করে এবং তার শিরোনামে গুলাম হুসেন-এর নামও উল্লেখ করা হয়। আমরা গুলাম হুসেন পাঠানের ভিডিও খোঁজ করতে গিয়েও এই ভাইরাল ভিডিওটাই দেখতে পাই।
এই ভিডিওটির ১ মিনিট ৫২ সেকেন্ড থেকে দৃশ্যটি ছেঁটে নিয়ে সেটিকেই ভাইরাল করে ধীরেন্দ্র শাস্ত্রীর এক ব্যক্তিকে কুস্তিতে পরাস্ত করার ভুয়ো দাবি তোলা হচ্ছে।
সঞ্চাল টিভি গুলাম হুসেন পাঠানের আরও কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যা থেকে আমরা ওই কুস্তিগির সম্পর্কে আরও কিছু তথ্যও জানতে পারি।
সিন্ধু প্রদেশের বাসিন্দা পাঠান তাঁর বাবার অবসর গ্রহণের পর বাবার পদাঙ্ক অুসরণ করেই কুস্তির পেশায় আসেন। তিনি বর্তমানে পাকিস্তানের অন্যতম প্রতিশ্রুতিমান কুস্তিগির l সোশাল মিডিয়ার মাধ্যমে আসা যে-কোনও চ্যালেঞ্জই তিনি সানন্দে গ্রহণ করতে প্রস্তুত। এ পর্যন্ত যে সব জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কুস্তি প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন, সেই সব বিষয়েই তিনি কথা বলে থাকেন। সেই সঙ্গে পাকিস্তানে এই বিশেষ ক্রীড়াটির ভবিষ্যত সম্ভাবনা বিষয়েও তাঁর চিন্তাভাবনা রয়েছে।