পাক পার্লামেন্টে অধিবেশনের মাঝে গাধা ঢুকে পড়ার AI ভিডিও আসল বলে ভাইরাল
বুম দেখে পাকিস্তানের পার্লামেন্টের অধিবেশন চলাকালীন গাধা ঢুকে যাওয়ার ভাইরাল ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত (AI generated) ভিডিও আসল হিসাবে শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভিডিওতে পাকিস্তানের (Pakistan) পার্লামেন্টে (parliament) অধিবেশন চলাকালীন একটি গাধা (donkey) ঢুকে পড়ার দৃশ্য দেখা যায়।
বুম দেখে ভাইরাল ভিডিওয় কোনও বাস্তব ঘটনা দেখা যায় না। একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুল নিশ্চিত করেছে ভিডিওটি এআই দিয়ে তৈরি।
দাবি
ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "রাশিয়ার প্রেসিডেন্ট এখন ভারত সফরে। তাই বলে পাকিস্তানে কেউ সফর করবে না? পাক পার্লামেন্ট সফরে এসেছেন ইনি।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
সংবাদমাধ্যম জি২৪ ঘন্টা ৫ ডিসেম্বর, ২০২৫-এ ভিডিওটি সংক্রান্ত একটি বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ করে দাবি করে ঘটনাটি পাকিস্তানের সংসদের উচ্চকক্ষের এবং প্রাণীটি কয়েকজন সাংসদকে ধাক্কাও মেরেছে। প্রতিবেদনটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুদসন্ধানে আমরা কী পেলাম
১. ভিডিওটি এআই দিয়ে তৈরি: আমরা অনুসন্ধানের মাধ্যমে ভাইরাল ভিডিওটির সত্যতা নিশ্চিত করে এধরণের কোনও সংবাদ প্রতিবেদন খুঁজে পাইনি। এছাড়াও, ভিডিওটি পর্যবেক্ষণ করলে দৌড়ানোর সময় গাধাটির পায়ে অসঙ্গতি লক্ষ্য করা যায়। এর থেকে ইঙ্গিত নিয়ে আমরা ভিডিওটিকে এআই যাচাইকারী টুল হাইভ মডারেশন ও ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করি।
হাইভ মডারেশন ভাইরাল ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে চিহ্নিত করেছে। পরীক্ষার ফল অনুসারে ভিডিওটির ৯৮.৩% এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এরপর, নিউ ইয়র্কের বাফেলো ইউনিভার্সিটির মিডিয়া ফরেনসিক্স ল্যাবের তৈরি এআই যাচাইকারী টুল ডিপফেক-ও-মিটারের বিভিন্ন সরঞ্জামের মাধ্যমেও আমরা ভিডিওটিকে পরীক্ষা করি। ডিপফেক-ও-মিটারের পরীক্ষার ফলাফল থেকে জানা যায় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।








