বিরিয়ানিতে ড্রেনের জল মেশানোর AI নির্মিত ভিডিও বাস্তব ঘটনা বলে ভাইরাল
বুম ভিডিওটি একাধিক এআই যাচাইকারী টুলে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাঁধুনির পাশের ড্রেন থেকে জল (drain water) তুলে বিরিয়ানি (biryani) মেশানোর একটি এআই নির্মিত (AI generated) ভিডিও ভাইরাল হয়েছে আসল হিসাবে। ভিডিওয় আরও শোনা যায়, ড্রেনের জল মেশানোর পর রাঁধুনি বলছেন, ওই বিরিয়ানি খেলে সকলে আঙুল চাটতে থাকবে।
বুম একাধিক এআই যাচাইকারী টুলে ভিডিওটি যাচাই করে দেখে সেটি আসল নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
দাবি
ভাইরাল ভিডিওটি একটি ফেসবুক পেজের তরফ থেকে শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ড্রেনের জল মেশাচ্ছেন বিরিয়ানিতে! বললেন, "খেলে আঙুল চাটবে!", সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি: বুম ভাইরাল দাবিটি যাচাই করতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে তবে, সার্চে আমরা কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি যা দাবিটিকে সমর্থন করে।
ভিডিওটিকে পর্যবেক্ষণ করলে আমরা সেটিতে একাধিক অসঙ্গতি দেখি যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিওগুলিতে লক্ষ্য করা যায়। যেমন, ভিডিওয় রাঁধুনির পেছনে দৃশ্যমান মানুষগুলো এক জায়গায় একই ভাবে স্থায়ী হয়ে থাকা পুরো ভিডিও চলাকালীন; তাছাড়া যে হাতা দিয়ে বিরিয়ানি রান্না করতে দেখা যায় তার মাপ কখনো ছোট আবার কখনো বড় হতে থাকে।
এছাড়াও, ভিডিওয় একসময় হাতাটিকে কোনও কিছুর সাহায্য ছাড়াই একটি পাত্রের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় যেন হাওয়ায় ভাসছে।
এই ধরণের অস্বাভাবিকতাগুলি থেকে ইঙ্গিত নিয়ে, আমরা ভিডিওটিকে ডিপফেক-ও-মিটার এবং হাইভ মডারেশনের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা যাচাইকারী টুলে পরীক্ষা করি। উভয় এআই যাচাইকারী টুলই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে। ফলাফল দেখুন নীচে।






