দুর্গা পুজো প্যান্ডেলে আগুন লাগার ভাইরাল ভিডিও উত্তরপ্রদেশের, কলকাতার নয়
ভাইরাল ভিডিওটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে অক্টোবর, ২০২৩-এ দুর্গা প্রতিমায় আগুন লেগে যাওয়ার।

একটি দুর্গা মূর্তির (Durga idol) আগুনে (fire) দগ্ধ হওয়ার পুরনো ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি শেয়ার করে ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভাইরাল দৃশ্য কলকাতার (Kolkata) এক পুজো মণ্ডপের।
বুম দেখে ভাইরাল দাবি ভুয়ো। ভিডিওয় উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ২০২৩ সালের অক্টোবরের একটি ঘটনা দেখা যায়।
ভাইরাল দাবি: কলকাতার পুজো প্যান্ডেলে আগুন
একটি মণ্ডপে জ্বলন্ত দুর্গা মূর্তির ভিডিও শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে দাবি করেন, "কলকাতার দুর্গা মন্ডপে আগুন লেগেছে।"
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. পুরনো ভিডিও: বুম ভাইরাল ভিডিওর কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও দেখতে পায়। ২৭ অক্টোবর, ২০২৩-এ আপলোড করা ভিডিওটির ক্যাপশন অনুসারে এটির ঘটনাস্থল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কুড়াঘাট এলাকার। ভিডিওটি দেখুন এখানে।
২. উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ঘটনা: এই সূত্রধরে আমরা কিওয়ার্ড সার্চের মাধ্যমে ইউটিউবে গোরক্ষপুর নিউজের ২৭ অক্টোবর, ২০২৩-এর একটি ভিডিও প্রতিবেদন পাই। প্রতিবেদন অনুসারে, গোরক্ষপুরের কুড়াঘাট এলাকার একটি পুজো প্যান্ডেলে বৈদ্যুতিক তার থেকে দুর্গা মূর্তিতে আগুন লেগে যায়। আগুন পুলিশের সাহায্যে নিয়ন্ত্রণে আনা হয়।
অমর উজালার রিপোর্ট জানায়, সেসময় প্রতিমা বিসর্জন দেওয়ার প্রস্তুতি চলছিল ও দুর্গা প্রতিমাটিকে একটি রথের উপর বসিয়ে ফুল দিয়ে সাজানো হচ্ছিল। বৈদ্যুতিক তার মূর্তির পোশাকে লেগে যাওয়ায় এই অগ্নিকান্ডের সৃষ্টি; তবে ঘটনায় কেউ আহত হননি।