দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর উক্তি বলে ছড়ানো ABP আনন্দর গ্রাফিকটি ভুয়ো
মুখ্যমন্ত্রীর ক্ষমতা থাকলে তাকে ধর্ষণ করার হুঁশিয়ারি সহ এবিপি আনন্দের গ্রাফিকটি ভুয়ো; গণমাধ্যমটি এধরণের কোনও খবর প্রকাশ করেনি এবং মুখ্যমন্ত্রীও এমন মন্তব্য করেননি।

দুর্গাপুরে ডাক্তারি ছাত্রী ধর্ষণ কাণ্ড (Durgapur rape case) কেন্দ্র করে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উদ্ধৃত করে এবিপি আনন্দের (ABP Ananda) একটি ভুয়ো গ্রাফিক ভাইরাল হয়েছে।
ভাইরাল গ্রাফিকে ভুয়ো দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী বাঙালি ধর্ষকদের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষমতা থাকলে তাকে ধর্ষণ করার।
বুমকে এবিপি আনন্দ ডিজিটালের সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জি নিশ্চিত করেন এবিপি আনন্দের তরফ থেকে এধরণের কোনও গ্রাফিক প্রকাশ করা হয়নি।
গত ১০ অক্টোবর দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজে ওড়িশা থেকে পড়তে আসা দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের শিকার হন। পুলিশ শেখ ফিরদৌস, শেখ রিয়াজুদ্দিন ও অপু বাউরি নামক তিন জন অভিযুক্তকে গ্রেফতার করে এবং ১২ অক্টোবর তাদের আদালতে তোলা হয়। ইতিমধ্যে, আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভাইরাল দাবি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও এবিপি আনন্দের লোগো সহ ভাইরাল গ্রাফিকে মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে শিরোনামে লেখা হয়, "বাঙালি হয়ে যারা ধর্ষণ করেন, যদি ক্ষমতা থাকে আমাকে ধর্ষণ করে দেখান: মুখ্যমন্ত্রী"।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
অনুসন্ধানে আমরা কী পেলাম
১. এবিপি আনন্দের আসল গ্রাফিক: আমরা রিভার্স ইমেজ সার্চ করে মুখ্যমন্ত্রীর একই ছবিসহ এবিপি আনন্দের প্রকাশিত অন্য একটি গ্রাফিক পাই যার শিরোনামে লেখা রয়েছে, "বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
এছাড়াও, এবিপি আনন্দের প্রকাশিত অন্যান্য গ্রাফিকের সঙ্গে ভাইরাল গ্রাফিকের কিছু লক্ষণীয় পার্থক্য রয়েছে। উদাহরণস্বরূপ, ভাইরাল গ্রাফিকের শিরোনামে ব্যবহৃত লাল রঙ অন্যান্য গ্রাফিকের লাল রঙের থেকে আলাদা। আবার ভাইরাল গ্রাফিকের মধ্যেই এবিপি আনন্দর লোগোতে ব্যবহৃত লাল রঙ ও শিরোনামে ব্যবহৃত লাল রঙ দুটি ভিন্ন রকমের।
নীচে এবিপি আনন্দের প্রকাশিত অন্যান্য গ্রাফিকের সঙ্গে ভাইরাল গ্রাফিকের তুলনা দেওয়া হল।
এছাড়াও, আমরা রিওয়ার্ড সার্চের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এধরণের কোনও উক্তি সংক্রান্ত বিশ্বাসযোগ্য প্রতিবেদন পায়নি।
২. এবিপি আনন্দের তরফ থেকে স্পষ্টীকরণ: বুম এবিপি আনন্দ ডিজিটালের সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করলে তিনি ভাইরাল গ্রাফিকটিকে ভুয়ো বলে চিহ্নিত করেন। তিনি বুমকে জানান, "গ্রাফিকটি ভুয়ো। এমন কোনও গ্রাফিক এবিপি আনন্দের তরফ থেকে প্রকাশ করা হয়নি।"