মাটির তৈরি ফ্রিজ দাবি করে ভাইরাল AI ছবি
বুম দেখে মাটি দিয়ে তৈরি ফ্রিজ দাবি করা ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সাহায্যে তৈরি ছবি ভুয়ো দাবিসহ ভাইরাল হয়েছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি একটি মাটি দিয়ে বানানো ফ্রিজের ছবি এবং ছবিতে একজন বয়স্ক মহিলাকেও ফ্রিজটি ধরে থাকতে দেখা যায়। এছাড়াও, ছবিটির উপরে ফ্রিজটির দিকে ইঙ্গিত করতে একজন পুরুষ এবং হাত জোর করে থাকা একজন মহিলাকে দেখা যায়।
বুম যাচাই করে দেখে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে।
ভাইরাল ছবির উপর লেখা রয়েছে, "বানাতে অনেক সময় লেগেছে একটি লাইক অবশ্যই করুন"। এই ভাইরাল ছবিটি শেয়ার করে ফেসবুকে ক্যাপশন হিসাবে লেখা হয়েছে, "মাটি তৈরি ফ্রিজ ভালো লাগলে একটি লাইক অবশ্যই করুন।"
একজন ফেসবুক ব্যবহারকারী এই ক্যাপশনসহ পোস্টটি শেয়ার করেছেন।
পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে ভাইরাল ছবির রিভার্স ইমেজ সার্চ করে।
আমরা সার্চের মাধ্যমে ৩ জুন ২০২৪ করা একটি ইনস্টাগ্রাম পোস্ট পাই। ওই পোস্টে আমরা ভাইরাল ছবিটির পূর্ণ সংস্করণ দেখতে পাই। পোস্টটিতে মাটির ফ্রিজের পাশে কিছু মাটির জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির উপর হিন্দিতে লেখা দেখা যায়, "বেটা, মাটি দিয়ে ফ্রিজ বানাচ্ছি, একটা লাইক করবে না আমার জন্য"।
পোস্টটি দেখুন এখানে।
এই ছবিতে আমরা কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করি যার মধ্যে অন্যতম হল যে বয়স্ক মহিলা ফ্রিজটি বানিয়েছেন বলে দাবি করা হয়েছে, তার হাত। আমরা দেখি হাতটি শরীরের সঙ্গে অসামঞ্জস্য এবং হাতের পুরোটাই মাটির রঙের।
এই অসঙ্গতি লক্ষ্য করে আমরা হাইভ মডারেশনে ছবিটি পরীক্ষা করে জানেতে পারি ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। নীচে হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখা যাবে।






