সিল মাছের দেহ ও গরুর মতন মুখ বিশিষ্ট প্রাণীটি AI দ্বারা তৈরী
বুম দেখে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সিল মাছের দেহ ও গরুর মাথা দিয়ে ভাইরাল শংকর প্রাণীটি বানানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) দিয়ে তৈরি একটি অদ্ভুত ও নতুন ধরণের শংকর প্রাণীর ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গরুর মাথা ও সিল মাছের দেহ বিশিষ্ট প্রাণীটির ভিডিও শেয়ার করে সমাজমাধ্যম ব্যবহারকারীরা ভুয়ো দাবি করেছেন ভাইরাল প্রাণীটিকে চীনে একটি গরু জন্ম দিয়েছে।
বুম যাচাই করে দেখে দাবিটি ভুয়ো, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
ভিডিওটি ইনস্টাগ্রামেও ভাইরাল হয়েছে। একজন ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "চায়নাতে গরুর পেট থেকে আধেক মাছ আধা গরুর বাচ্চা..."
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
ভিডিওটি ফেসবুকেও একই ক্যাপশন সমেত শেয়ার করা হয়েছে।
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম দাবিটির সত্যতা যাচাই করতে গুগলে সম্পর্কিত কিওয়ার্ড সার্চ করে। কিন্তু আমরা এই এই ধরণের কোনও প্রাণীর অস্তিত্ব সম্পর্ক কোনও প্রতিবেদন পাইনি।
এরপর, আমরা ভিডিওটি পর্যবেক্ষণ করে লক্ষ্য করি প্রাণীটির পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলির মধ্যে একজন তিনটি পা নিয়ে হাটছে। এছাড়াও, প্রাণীটির চলাফেরার মধ্যেও অস্বাভিকতা দেখা যায়।
এই অস্বাভাবিকতাগুলি লক্ষ্য করে আমরা হাইভ মডারেশনে ভিডিওটির কিফ্রেমের পরীক্ষা করে দেখি প্রাণীটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্মিত। হাইভ মডারেশনে করা পরীক্ষার ফলাফল দেখুন নীচে।
আমরা ভিডিওটির কিফ্রেমের স্ক্রিনশট 'ইজ ইট এআই' ওয়েবসাইটেও আপলোড করে পরীক্ষা করেছি। ওই পরীক্ষায়ও প্রাণীটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দয়ে তৈরি বলে চিহ্নিত করা হয়েছে। ফলাফল দেখুন নীচে।